ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

ট্যাংক পেয়েই এবার অত্যাধুনিক যুদ্ধবিমান চাইবে কিয়েভ, যা বলল জার্মানি

  • আপডেট সময় : ১২:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ১৪টি লেপার্ড ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। গতকাল বুধবার দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা দেন। এ ঘোষণার পরই এখন শোনা যাচ্ছে, রাশিয়াকে প্রতিহত করতে পশ্চিমাদের কাছ থেকে এবার চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান চাইবে ইউক্রেন। খবর আল জাজিরার। এর আগে, বুধবার ইউক্রেনকে ভারি ট্যাংক দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও জার্মানি। এবার এসব দেশের কাছে যুদ্ধবিমানও চাইবে কিয়েভ। প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান এফ-১৬ এর মতো যুদ্ধবিমান চাওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভের পরামর্শদাতা ইউরি সাক বলেছেন, ‘এখন পরবর্তী বড় বাধা হবে ফাইটার জেট। তিনি আরও বলেন, ‘যদি আমরা এগুলো পেয়ে যাই, তাহলে যুদ্ধক্ষেত্রে আমাদের সুবিধাগুলো বাড়বে… এটি কেবল ফে-১৬ নয়, চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, আমরা এটাই চাই।’ বর্তমানে ইউক্রেনের বিমানবাহিনীর কাছে যে যুদ্ধবিমানগুলো আছে সেগুলো সোভিয়েত যুগের। এই যুদ্ধবিমানগুলোই ইন্টারসেপ্ট মিশন ও রাশিয়ান অবস্থানগুলোতে আক্রমণ করার জন্য ব্যবহৃত হচ্ছে। সাক বলেন, ‘প্রথমদিকে তারা (পশ্চিমারা) আমাদের ভারী কামান দিতে চায়নি, পরে দিয়েছিল। তারা আমাদের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম দিতে চায়নি, পরে দিয়েছিল। ট্যাংকও দিতে চায়নি, এখন আমাদের ট্যাংক দিচ্ছে। এর মানে হলো- পারমাণবিক অস্ত্র ছাড়া এমন কিছু অবশিষ্ট নেই যা আমরা পাব না।এদিকে যুদ্ধবিমান চাওয়ার পরিকল্পনার বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর কোনো সম্ভাবনা নেই।’ তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে দিয়েছিলাম যে আমরা যুদ্ধ বিমানের কথা বলছি না। আমি এখনও তাই বলছি। আমরা কোনো অবস্থাতেই স্থল সেনা পাঠাব না। আমি বলেছি ইউক্রেন যুদ্ধে ন্যাটো সৈন্যদের সরাসরি কোনো সম্পৃক্ততা থাকবে না। এখন পর্যন্ত এমনটা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি

ট্যাংক পেয়েই এবার অত্যাধুনিক যুদ্ধবিমান চাইবে কিয়েভ, যা বলল জার্মানি

আপডেট সময় : ১২:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ১৪টি লেপার্ড ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। গতকাল বুধবার দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা দেন। এ ঘোষণার পরই এখন শোনা যাচ্ছে, রাশিয়াকে প্রতিহত করতে পশ্চিমাদের কাছ থেকে এবার চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান চাইবে ইউক্রেন। খবর আল জাজিরার। এর আগে, বুধবার ইউক্রেনকে ভারি ট্যাংক দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও জার্মানি। এবার এসব দেশের কাছে যুদ্ধবিমানও চাইবে কিয়েভ। প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান এফ-১৬ এর মতো যুদ্ধবিমান চাওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভের পরামর্শদাতা ইউরি সাক বলেছেন, ‘এখন পরবর্তী বড় বাধা হবে ফাইটার জেট। তিনি আরও বলেন, ‘যদি আমরা এগুলো পেয়ে যাই, তাহলে যুদ্ধক্ষেত্রে আমাদের সুবিধাগুলো বাড়বে… এটি কেবল ফে-১৬ নয়, চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, আমরা এটাই চাই।’ বর্তমানে ইউক্রেনের বিমানবাহিনীর কাছে যে যুদ্ধবিমানগুলো আছে সেগুলো সোভিয়েত যুগের। এই যুদ্ধবিমানগুলোই ইন্টারসেপ্ট মিশন ও রাশিয়ান অবস্থানগুলোতে আক্রমণ করার জন্য ব্যবহৃত হচ্ছে। সাক বলেন, ‘প্রথমদিকে তারা (পশ্চিমারা) আমাদের ভারী কামান দিতে চায়নি, পরে দিয়েছিল। তারা আমাদের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম দিতে চায়নি, পরে দিয়েছিল। ট্যাংকও দিতে চায়নি, এখন আমাদের ট্যাংক দিচ্ছে। এর মানে হলো- পারমাণবিক অস্ত্র ছাড়া এমন কিছু অবশিষ্ট নেই যা আমরা পাব না।এদিকে যুদ্ধবিমান চাওয়ার পরিকল্পনার বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানোর কোনো সম্ভাবনা নেই।’ তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে দিয়েছিলাম যে আমরা যুদ্ধ বিমানের কথা বলছি না। আমি এখনও তাই বলছি। আমরা কোনো অবস্থাতেই স্থল সেনা পাঠাব না। আমি বলেছি ইউক্রেন যুদ্ধে ন্যাটো সৈন্যদের সরাসরি কোনো সম্পৃক্ততা থাকবে না। এখন পর্যন্ত এমনটা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।’