ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিলেন মীরাবাই চানু। শনিবার ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে রৌপ্যপদক জিতলেন মীরাবাই। রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন চীনের হাউ ঝিউ। মোট ২১০ কিলোগ্রাম ওজন তোলেন তিনি। মীরাবাই তুলেছেন ২০২ কিলোগ্রাম। ১৯৪ কিলোগ্রাম ওজন তুলে ইন্দোনেশিয়ার উইন্ডি কান্টিকা আইসাহ জিতেছেন ব্রোঞ্জপদক। ভারোত্তোলনে এটি ভারতের দ্বিতীয় পদক। এর আগে ২০০০ সালে সিডনি অলিম্পিকে ব্রোঞ্জপদক জিতেছিলেন কর্ণম মালেশ্বরী। রিও অলিম্পিকে পদক পাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন চানু। সেবার ব্যর্থ হয়েছিলেন। এবার হতাশ করেননি। গত কয়েক বছর ধরে বেশ ধারাবাহিক ছিলেন চানু। ২০১৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন। পরের বছর কমনওয়েলথম গেমসেও জিতেছিলেন স্বর্ণপদক। এবার দ্বিতীয় স্থানে থামেন তিনি। চানু ৮৪ কেজি ও ৮৭ কেজি সফল ভাবে তুললেও ৮৯ কেজি পারেননি। অন্যদিকে চীনের হাউ ঝিউ ৯৪ কেজি বিভাগে অলিম্পিক রেকর্ড করেন। চানুর পদকে ভারতে খুশির আমেজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে শুভেচ্ছা জানিয়ে বলেন,‘ এর চেয়ে বেশি আনন্দের কিছু হতেই পারে না। ভারতের সম্মান বাড়িয়ে দিলেন চানু। তাকে শুভেচ্ছা ভারোত্তোলনে রৌপ্য জেতার জন্য। ওর সাফল্য ভারতীয়দের অনুপ্রাণিত করবে।’ ভারতের সাবেক ক্রিকেটার ও ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার টুইট করেন,‘ভারোত্তোলনে অসাধারণ কীর্তি। যেভাবে তুমি ইনজুরির পর লড়াই করে নিজেকে ফিরিয়েছ এবং আজ রৌপ্য জিতলেৃভারতীয় দলের জন্য অসাধারণ অর্জন। তুমি আমাদের গর্বিত করেছ।’


























