ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

টোকিও অলিম্পিকে ঠেকানো হয়েছে ৪৫ কোটি সাইবার হামলা

  • আপডেট সময় : ১০:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : এবারের টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিকে প্রায় ৪৫০ মিলিয়ন সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা প্রতিহত করেছে এই আয়োজনের সাইবার সেল। টোকিও অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটে এসব হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু।
প্রতিবেদনে বলা হয়, ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধন থেকে শুরু করে ৫ সেপ্টেম্বর প্যারা অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত এই সাইবার হামলা হয়। তবে আয়োজক কমিটির মতে, ‘আমরা কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়ে সাইবার হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি’।
জাপান সরকারের সঙ্গে সম্পৃক্ত ন্যাশনাল সেন্টার অফ ইনসিডেন্ট রেডিনেস অ্যান্ড স্ট্র্যাটেজি ফর সাইবার সিকিউরিটি (এনআইএসসি) জানিয়েছে যে, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ পুরো আয়োজনে অবৈধ অনুপ্রবেশের অসংখ্য প্রচেষ্টা ও সাইবার হামলার পরও কোনো সমস্যা ছাড়াই তা সঠিকভাবে শেষ হয়েছে।
কিয়োডো সংবাদ সংস্থার মতে, একটি প্রধান ইন্টারনেট নিরাপত্তা সংস্থা ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, ২০১২ সালে লন্ডন অলিম্পিকে এবং ২০১৮ পিয়ংইয়ং শীতকালীন অলিম্পিকের তুলনায় এই হামলার সংখ্যা কম।
সেখানে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে এবারের অলিম্পিকে দর্শক না থাকায় হ্যাকাররা টিকিট এবং দর্শকদের তথ্য নিতে হামলা চালাতে পারেনি।
এর আগে লন্ডন অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটে অন্তত ২ কোটি বার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইটে ২৩০ কোটিবার সাইবার হামলা চালিয়েছিল। এছাড়া পিয়ংইয়ং অলিম্পিকে ৬ কোটিবার সাইবার হামলা করা হয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

টোকিও অলিম্পিকে ঠেকানো হয়েছে ৪৫ কোটি সাইবার হামলা

আপডেট সময় : ১০:৩৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১

ক্রীড়া ডেস্ক : এবারের টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিকে প্রায় ৪৫০ মিলিয়ন সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা প্রতিহত করেছে এই আয়োজনের সাইবার সেল। টোকিও অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটে এসব হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু।
প্রতিবেদনে বলা হয়, ২৩ জুলাই অলিম্পিকের উদ্বোধন থেকে শুরু করে ৫ সেপ্টেম্বর প্যারা অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত এই সাইবার হামলা হয়। তবে আয়োজক কমিটির মতে, ‘আমরা কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়ে সাইবার হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি’।
জাপান সরকারের সঙ্গে সম্পৃক্ত ন্যাশনাল সেন্টার অফ ইনসিডেন্ট রেডিনেস অ্যান্ড স্ট্র্যাটেজি ফর সাইবার সিকিউরিটি (এনআইএসসি) জানিয়েছে যে, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ পুরো আয়োজনে অবৈধ অনুপ্রবেশের অসংখ্য প্রচেষ্টা ও সাইবার হামলার পরও কোনো সমস্যা ছাড়াই তা সঠিকভাবে শেষ হয়েছে।
কিয়োডো সংবাদ সংস্থার মতে, একটি প্রধান ইন্টারনেট নিরাপত্তা সংস্থা ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, ২০১২ সালে লন্ডন অলিম্পিকে এবং ২০১৮ পিয়ংইয়ং শীতকালীন অলিম্পিকের তুলনায় এই হামলার সংখ্যা কম।
সেখানে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে এবারের অলিম্পিকে দর্শক না থাকায় হ্যাকাররা টিকিট এবং দর্শকদের তথ্য নিতে হামলা চালাতে পারেনি।
এর আগে লন্ডন অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইটে অন্তত ২ কোটি বার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইটে ২৩০ কোটিবার সাইবার হামলা চালিয়েছিল। এছাড়া পিয়ংইয়ং অলিম্পিকে ৬ কোটিবার সাইবার হামলা করা হয়েছিল।