ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের পর টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন ইংল্যান্ডের জো রুট। স্বদেশী হ্যারি ব্রুককে মাত্র এক সপ্তাহে শীর্ষস্থান থেকে নামালেন তিনি।
মঙ্গলবার পর্যন্ত শেষ হওয়া ম্যাচগুলোর পারফরম্যান্স বিবেচনায় নিয়ে র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করা হয়েছে। সবশেষ টেস্টে ৩২ ও ৫৪ রান করা রুট ৮৯৬ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠলেবন। হ্যামিল্টনে ৪২৩ রানে হারের ম্যাচে শূন্য ও এক রান করা ব্রুক ১৯ পয়েন্ট পেছনে পড়েছেন।
কেন উইলিয়ামসন ৪৪ ও ১৫৬ রান করে শীর্ষ দুইজনের সঙ্গে ব্যবধান ঘুচালেন। স্বাগতিকদের পক্ষে ব্যাটিং র্যাংকিংয়ে টম ল্যাথাম ছয় ধাপ এগিয়ে ৩১তম, উইল ইয়াং ১৩ ধাপ লাফিয়ে ক্যারিয়ার সেরা ৩৬ নম্বরে। টম ব্লান্ডেল তিন ধাপ উন্নতি করে ৩৭তম এবং মিচেল স্যান্টনার ১৭ ধাপ এগিয়ে ৭৬ নম্বরে উঠেছেন।
দুই ইনিংসে ১২৫ রান করা ম্যাচসেরা স্যান্টনার সাত উইকেট নিয়ে বোলিংয়ে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিং ৩৯তম স্থানে।
নিউজিল্যান্ডের নতুন বলের বোলার ম্যাট হেনরি ম্যাচে ছয় উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা সপ্তম স্থানে। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন টেস্ট ক্রিকেটে প্রথম বছর শেষ করলেন ১৪ নম্বরে থেকে।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া টিম সাউদি বোলারদের মধ্যে ২৬তম স্থানে থেকে শেষ করলেন। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হারলেও ১৩ রানে ২ উইকেট নিয়ে তিনজনকে পেছনে ফেলে এক নম্বরে এই স্পিনার।
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন হয়েছেন শীর্ষ র্যাংকিংধারী বোলার।