ঢাকা ০২:২০ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

টেস্ট ড্রাইভের কথা বলে বাইক নিয়ে উধাও

  • আপডেট সময় : ০১:২০:০২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এক তরুণের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ইয়ামাহা আরওয়ানফাইভএম (জ১৫গ) বাইক কিনতে গিয়ে টেস্ট ড্রাইভের কথা বলে সামিউল ইসলাম নামে এক প্রতারক উধাও হয়ে যায়। পরবর্তীতে তাকে ডিএমপির সিটিটিসির একটি টিম গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুরে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘গধৎশবঃঢ়ষধপব’ নামে একটি পেজে এক তরুণ তার বাইক বিক্রির বিজ্ঞাপন দেয়। অপর এক তরুণ বিজ্ঞাপন দেখে বাইকটি ক্রয়ের আগ্রহ দেখায়। বাইকটি দেখতে চায় সে, এরপর ঢাকার পল্লবী এলাকায় বাইক দেখাতে নিয়ে যায়। এরপর ওই তরুণ টেস্ট ড্রাইভ দেওয়ার কথা বলে বাইক নিয়ে পালিয়ে যায়। বাইক নেয়ার পর ওই প্রতারক চক্র বাইক ফেরত দেওয়ার কথা বলে মোবাইল অ্যাপের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে বিশ হাজার টাকা দাবি করে। তার কথায় বিশ্বাস না করলে বিশ্বাস স্থাপনের জন্য ইমোতে বাইকের ভিডিও ও ছবি পাঠিয়ে দেয়। এরপর বাইকের মালিক তাকে সাত হাজার টাকা নগদের মাধ্যমে পাঠায়। তারপরও বাইক ফেরত দেয় না। ভুক্তভোগী তরুণ এরপর পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শুরু করে সিটি-সাইবার টিম। গত ৯ এপ্রিল রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সামিউল ইসলাম (২১) নামে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামি বর্তমানে এক দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কোরআন শরীফ অবমাননার অভিযোগ, নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেফতার

টেস্ট ড্রাইভের কথা বলে বাইক নিয়ে উধাও

আপডেট সময় : ০১:২০:০২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : এক তরুণের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ইয়ামাহা আরওয়ানফাইভএম (জ১৫গ) বাইক কিনতে গিয়ে টেস্ট ড্রাইভের কথা বলে সামিউল ইসলাম নামে এক প্রতারক উধাও হয়ে যায়। পরবর্তীতে তাকে ডিএমপির সিটিটিসির একটি টিম গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুরে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘গধৎশবঃঢ়ষধপব’ নামে একটি পেজে এক তরুণ তার বাইক বিক্রির বিজ্ঞাপন দেয়। অপর এক তরুণ বিজ্ঞাপন দেখে বাইকটি ক্রয়ের আগ্রহ দেখায়। বাইকটি দেখতে চায় সে, এরপর ঢাকার পল্লবী এলাকায় বাইক দেখাতে নিয়ে যায়। এরপর ওই তরুণ টেস্ট ড্রাইভ দেওয়ার কথা বলে বাইক নিয়ে পালিয়ে যায়। বাইক নেয়ার পর ওই প্রতারক চক্র বাইক ফেরত দেওয়ার কথা বলে মোবাইল অ্যাপের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে বিশ হাজার টাকা দাবি করে। তার কথায় বিশ্বাস না করলে বিশ্বাস স্থাপনের জন্য ইমোতে বাইকের ভিডিও ও ছবি পাঠিয়ে দেয়। এরপর বাইকের মালিক তাকে সাত হাজার টাকা নগদের মাধ্যমে পাঠায়। তারপরও বাইক ফেরত দেয় না। ভুক্তভোগী তরুণ এরপর পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শুরু করে সিটি-সাইবার টিম। গত ৯ এপ্রিল রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সামিউল ইসলাম (২১) নামে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামি বর্তমানে এক দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।