ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

টেস্ট খেলেই ইংল্যান্ডের ক্ষতি পুষিয়ে দেবে ভারত

  • আপডেট সময় : ১১:৫১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
  • ১২৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টার টেস্ট স্থগিত হওয়ায় আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ভারতের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী বছর ঘরের মাঠে উপমহাদেশের দলটির বিপক্ষে একটি টেস্ট খেলার পরিকল্পনা করছে ইংলিশরা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো শনিবার জানায়, দুই দেশই ২০২২ সালের গ্রীষ্মে ম্যাচটি খেলার কথা নিশ্চিত করেছে। তবে টেস্টটি স্বতন্ত্র কোনো ম্যাচ হবে নাকি গত অগাস্টে শুরু হওয়া সিরিজের শেষ ম্যাচ হবে, তা এখনও নিশ্চিত নয়। গত ১০ সেপ্টেম্বর মাঠে গড়ানোর কথা ছিল ইংল্যান্ড ও ভারতের ম্যানচেস্টার টেস্ট। কিন্তু সফরকারী দলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় খেলা শুরুর ঘণ্টা দুয়েক আগে পঞ্চম ও শেষ ম্যাচটি ভেস্তে যায়। চার ম্যাচ শেষে সিরিজে সফরকারীরা এগিয়ে ২-১ ব্যবধানে।
এই ঘটনায় ইসিবির আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে নতুন সূচিতে টেস্ট ম্যাচটি খেলতে প্রস্তুত থাকার কথা পরে জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। ধারণা করা হচ্ছে, ম্যাচটি হলে বেশিরভাগ ঘাটতিই পূরণ করতে সক্ষম হবে ইংল্যান্ডের বোর্ড। একই সঙ্গে ম্যাচ পরিত্যক্তের দায়ভার নিয়ে দুই বোর্ডের মধ্যে মতবিরোধেরও সমাপ্তি ঘটবে। শুরুতে আলোচনা ছিল ম্যানচেস্টার টেস্টের বদলে দুটি টি-টোয়েন্টি বাড়তি খেলার। যেহেতু ভারতের এমনিতেই সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী বছর যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডে। সফরকারীদের জন্য যা আরও সুবিধাজনক হবে। তবে ক্রিকইনফোর ধারণা, টেস্ট ম্যাচটির জন্য সময় বের করতে দুই বোর্ডই সম্মত হয়েছে। আর এর ফলে অসম্পূর্ণ সিরিজটিও পূর্ণতা পাবে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেস্ট খেলেই ইংল্যান্ডের ক্ষতি পুষিয়ে দেবে ভারত

আপডেট সময় : ১১:৫১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টার টেস্ট স্থগিত হওয়ায় আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ভারতের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী বছর ঘরের মাঠে উপমহাদেশের দলটির বিপক্ষে একটি টেস্ট খেলার পরিকল্পনা করছে ইংলিশরা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো শনিবার জানায়, দুই দেশই ২০২২ সালের গ্রীষ্মে ম্যাচটি খেলার কথা নিশ্চিত করেছে। তবে টেস্টটি স্বতন্ত্র কোনো ম্যাচ হবে নাকি গত অগাস্টে শুরু হওয়া সিরিজের শেষ ম্যাচ হবে, তা এখনও নিশ্চিত নয়। গত ১০ সেপ্টেম্বর মাঠে গড়ানোর কথা ছিল ইংল্যান্ড ও ভারতের ম্যানচেস্টার টেস্ট। কিন্তু সফরকারী দলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় খেলা শুরুর ঘণ্টা দুয়েক আগে পঞ্চম ও শেষ ম্যাচটি ভেস্তে যায়। চার ম্যাচ শেষে সিরিজে সফরকারীরা এগিয়ে ২-১ ব্যবধানে।
এই ঘটনায় ইসিবির আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে নতুন সূচিতে টেস্ট ম্যাচটি খেলতে প্রস্তুত থাকার কথা পরে জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। ধারণা করা হচ্ছে, ম্যাচটি হলে বেশিরভাগ ঘাটতিই পূরণ করতে সক্ষম হবে ইংল্যান্ডের বোর্ড। একই সঙ্গে ম্যাচ পরিত্যক্তের দায়ভার নিয়ে দুই বোর্ডের মধ্যে মতবিরোধেরও সমাপ্তি ঘটবে। শুরুতে আলোচনা ছিল ম্যানচেস্টার টেস্টের বদলে দুটি টি-টোয়েন্টি বাড়তি খেলার। যেহেতু ভারতের এমনিতেই সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী বছর যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডে। সফরকারীদের জন্য যা আরও সুবিধাজনক হবে। তবে ক্রিকইনফোর ধারণা, টেস্ট ম্যাচটির জন্য সময় বের করতে দুই বোর্ডই সম্মত হয়েছে। আর এর ফলে অসম্পূর্ণ সিরিজটিও পূর্ণতা পাবে বলে মনে করা হচ্ছে।