ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

টেস্টে টেলরকে ছাড়িয়ে উইলিয়ামসন

  • আপডেট সময় : ০২:০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ওয়েলিংটন টেস্টে ইনিংস হারের শঙ্কায় পড়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। সেখানে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে দলকে ম্যাচে ফিরিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। আর একই সঙ্গে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে কেন রস টেলরকে পেছনে ফেলে সর্বোচ্চ নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক এখন উইলিয়ামসন।
সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৩২ রান করেন উইলিয়ামসন। এই ইনিংস খেলার পথে নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়ামসনের রান এখন ৯২ ম্যাচে ৭৭৮৭। ১১২ ম্যাচে টেলর করেছিলেন ৭৬৮৩ রান। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে ব্যাট হাতে প্রথম তিন ইনিংসে দুই অংকের কোটাও স্পর্শ করতে পারেননি উইলিয়ামসন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ০ রান করেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৪ রান । টানা তিন ইনিংসের ব্যর্থতায় রান খড়ায় ভুগছিলেন উইলিয়ামসন। অবশেষে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের গুরুত্বপূর্ণ নক খেলেন তিনি। ২৮২ বল খেলে ১২টি চার মারেন উইলিয়ামসন। এই ইনিংসের মাধ্যমেই নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান এই ডান-হাতি ব্যাটার। ৯২ টেস্টে ২৬টি সেঞ্চুরি, ৩৩টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়ামসন। দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তিনি। তার ব্যাটিং গড় ৫৩ দশমিক ৩৩।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টেস্টে টেলরকে ছাড়িয়ে উইলিয়ামসন

আপডেট সময় : ০২:০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : ওয়েলিংটন টেস্টে ইনিংস হারের শঙ্কায় পড়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। সেখানে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে দলকে ম্যাচে ফিরিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। আর একই সঙ্গে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে কেন রস টেলরকে পেছনে ফেলে সর্বোচ্চ নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক এখন উইলিয়ামসন।
সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৩২ রান করেন উইলিয়ামসন। এই ইনিংস খেলার পথে নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়ামসনের রান এখন ৯২ ম্যাচে ৭৭৮৭। ১১২ ম্যাচে টেলর করেছিলেন ৭৬৮৩ রান। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে ব্যাট হাতে প্রথম তিন ইনিংসে দুই অংকের কোটাও স্পর্শ করতে পারেননি উইলিয়ামসন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৬ ও ০ রান করেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৪ রান । টানা তিন ইনিংসের ব্যর্থতায় রান খড়ায় ভুগছিলেন উইলিয়ামসন। অবশেষে দ্বিতীয় ইনিংসে ১৩২ রানের গুরুত্বপূর্ণ নক খেলেন তিনি। ২৮২ বল খেলে ১২টি চার মারেন উইলিয়ামসন। এই ইনিংসের মাধ্যমেই নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান এই ডান-হাতি ব্যাটার। ৯২ টেস্টে ২৬টি সেঞ্চুরি, ৩৩টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন উইলিয়ামসন। দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও তিনি। তার ব্যাটিং গড় ৫৩ দশমিক ৩৩।