প্রযুক্তি ডেস্ক : টেসলার নয় লাখ শেয়ার বিক্রি করে ১১০ কোটি ডলার পেলেন বিশ্বের সব চেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। বুধবার তার ইলেকট্রিক গাড়ি তৈরির কোম্পানি টেসলার নয় লাখ শেয়ার বিক্রি করে দিলেন মাস্ক।
এর আগে টুইটারে তিনি রায় নিয়েছিলেন, কোম্পানির ১০ শতাংশ শেয়ার বিক্রি করবেন কিনা, তা নিয়ে। তবে নথিপত্র এটা প্রমাণ করছে যে, রায় নেয়ার আগে থেকেই তিনি বিক্রির প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন।
মাস্ক অবশ্য জানিয়েছিলেন, টুইটারে মানুষ যে রায় দেবে, তিনি সেটাই করবেন। টুইটারের রায় বিক্রির পক্ষে যায়। তারপরই সোমবার টেসলার শেয়ারের দাম পড়ে যায়। কম দামে শেয়ার বিক্রি করেন মাস্ক।
তিনি যদি এই ঘোষণা না দিয়ে শেয়ার বিক্রি করতেন, তাহলে আরো অনেক বেশি অর্থ পেতে পারতেন। তবে এরপরেও মাস্কের হাতে ১৭ কোটি শেয়ার আছে। আর এই নয় লাখ শেয়ার বিক্রি করে কর মেটাবেন তিনি।
বুধবার যে ডকুমেন্ট সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, টুইটার সমীক্ষার আগেই বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গেছিল। গত ১৪ সেপ্টেম্বর বিক্রির প্রক্রিয়া শুরু হয়।
টেসলার নয় লাখ শেয়ার বিক্রি করলেন এলন মাস্ক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ