ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

টেলিগ্রামের গ্রুপ কলে এখন যোগ দিতে পারবেন হাজার জন

  • আপডেট সময় : ০৮:৪৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • ১২৫ বার পড়া হয়েছে

প্রযুুক্তি ডেস্ক : টেলিগ্রাম জুন মাসে নিয়ে এসেছিল গ্রুপ ভিডিও কলিং ফিচার। এবার তারা সেটি আরও সম্প্রসারিত করেছে যার ফলে আরও বেশি সংখ্যক অংশগ্রহণকারীকে কলে যোগ করা যাবে। সেই সংখ্যাটি এক হাজার!

টেলিগ্রাম মেসেজিং অ্যাপের সর্বশেষ সংস্করণটি এখন এক হাজার ব্যক্তিকে একটি গ্রুপ ভিডিও কলে যোগ দেওয়ার সুযোগ দেবে। যদিও এর মধ্যে ৩০ জন কেবল তাদের ক্যামেরা বা স্ক্রিন থেকে ভিডিও সম্প্রচার করতে পারবেন। বাকী নয়শ’ ৭০ জন ওই ভিডিও কল দেখতে পাবেন বলে প্রতিবেদনে জানিয়েছে এনগ্যাজেট।

ভিডিও কল ফিচার আনার সময়ই টেলিগ্রাম বলেছিল তারা এতে অংশগ্রহনকারী সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। এর ফলে অ্যাপটি লাইভ ইভেন্ট সমর্থন করতে পারবে।

নতুন ঘোষণায় প্রতিষ্ঠানটি বলেছে, তারা এখানেই থেকে থাকবে না, বরং অংশগ্রহনকারীর সংখ্যা বাড়ানোর কাজ অব্যাহত থাকবে। এরইমধ্যে টেলিগ্রাম ভিডিও মেসেজিং ফিচারগুলোয় আপডেট এনেছে যার ফলে ব্যবহারকারীরা আরো ভালো রেজুলিউশনে ভিডিও কল অভিজ্ঞতা পাবেন।

এখন ওয়ান-অন-ওয়ান ভিডিও কলের সময় অডিও’র সঙ্গে তারা স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং কল রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার জন্য এক দিন বা এক সপ্তাহের বদলে এক মাস সেট করতে পারবেন।

টেলিগ্রামের আপডেট করা মিডিয়া সম্পাদনা ফিচারে ব্যবহারকারী জুম ইন করার মাধ্যমে ব্রাশের আকার ছোট করে আনতে পারবেন, যার ফলে ব্যবহারকারীরা ছবি এবং ভিডিওগুলিতে সূক্ষ্মভাবে আঁকার কাজটি করতে পারবেন। অন্যান্য নতুন সুবিধার মধ্যে রয়েছে আরও পাসওয়ার্ড রিসেটের সুযোগ এবং অ্যানিমেটেড ইমোজি।

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য সর্বশেষ সংস্করণে ০.৫ এক্স, ১.৫ এক্স এবং ২ এক্স প্লেব্যাক গতি সমর্থন, পাশাপাশি নতুন অ্যানিমেশন অন্তর্ভুক্ত রয়েছে। আর, আইওএস ব্যবহারকারীরা একটি নতুন ইন-অ্যাপ ক্যামেরা অ্যাক্সেস করবেন যার মাধ্যমে তারা ডিভাইসের ক্যামেরা জুমের পুরো ক্ষমতা ব্যবহার করতে পারবেন। একাধিক প্রাপকের কাছে মেসেজ ফরোয়ার্ড করার ক্ষমতাও থাকবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টেলিগ্রামের গ্রুপ কলে এখন যোগ দিতে পারবেন হাজার জন

আপডেট সময় : ০৮:৪৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১

প্রযুুক্তি ডেস্ক : টেলিগ্রাম জুন মাসে নিয়ে এসেছিল গ্রুপ ভিডিও কলিং ফিচার। এবার তারা সেটি আরও সম্প্রসারিত করেছে যার ফলে আরও বেশি সংখ্যক অংশগ্রহণকারীকে কলে যোগ করা যাবে। সেই সংখ্যাটি এক হাজার!

টেলিগ্রাম মেসেজিং অ্যাপের সর্বশেষ সংস্করণটি এখন এক হাজার ব্যক্তিকে একটি গ্রুপ ভিডিও কলে যোগ দেওয়ার সুযোগ দেবে। যদিও এর মধ্যে ৩০ জন কেবল তাদের ক্যামেরা বা স্ক্রিন থেকে ভিডিও সম্প্রচার করতে পারবেন। বাকী নয়শ’ ৭০ জন ওই ভিডিও কল দেখতে পাবেন বলে প্রতিবেদনে জানিয়েছে এনগ্যাজেট।

ভিডিও কল ফিচার আনার সময়ই টেলিগ্রাম বলেছিল তারা এতে অংশগ্রহনকারী সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। এর ফলে অ্যাপটি লাইভ ইভেন্ট সমর্থন করতে পারবে।

নতুন ঘোষণায় প্রতিষ্ঠানটি বলেছে, তারা এখানেই থেকে থাকবে না, বরং অংশগ্রহনকারীর সংখ্যা বাড়ানোর কাজ অব্যাহত থাকবে। এরইমধ্যে টেলিগ্রাম ভিডিও মেসেজিং ফিচারগুলোয় আপডেট এনেছে যার ফলে ব্যবহারকারীরা আরো ভালো রেজুলিউশনে ভিডিও কল অভিজ্ঞতা পাবেন।

এখন ওয়ান-অন-ওয়ান ভিডিও কলের সময় অডিও’র সঙ্গে তারা স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং কল রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার জন্য এক দিন বা এক সপ্তাহের বদলে এক মাস সেট করতে পারবেন।

টেলিগ্রামের আপডেট করা মিডিয়া সম্পাদনা ফিচারে ব্যবহারকারী জুম ইন করার মাধ্যমে ব্রাশের আকার ছোট করে আনতে পারবেন, যার ফলে ব্যবহারকারীরা ছবি এবং ভিডিওগুলিতে সূক্ষ্মভাবে আঁকার কাজটি করতে পারবেন। অন্যান্য নতুন সুবিধার মধ্যে রয়েছে আরও পাসওয়ার্ড রিসেটের সুযোগ এবং অ্যানিমেটেড ইমোজি।

অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য সর্বশেষ সংস্করণে ০.৫ এক্স, ১.৫ এক্স এবং ২ এক্স প্লেব্যাক গতি সমর্থন, পাশাপাশি নতুন অ্যানিমেশন অন্তর্ভুক্ত রয়েছে। আর, আইওএস ব্যবহারকারীরা একটি নতুন ইন-অ্যাপ ক্যামেরা অ্যাক্সেস করবেন যার মাধ্যমে তারা ডিভাইসের ক্যামেরা জুমের পুরো ক্ষমতা ব্যবহার করতে পারবেন। একাধিক প্রাপকের কাছে মেসেজ ফরোয়ার্ড করার ক্ষমতাও থাকবে।