ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৩৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) স্টার্টআপ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন সরকারি এই কোম্পানি ফেসবুক পেজে লিখেছে, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’
সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে বিষয়টি প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে জানতে চান সাংবাদিকরা। এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল, সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। সেটাই আমরা জানিয়েছি।’
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছিলেন আয়মান সাদিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোতে রক্ত— এমন একটি গ্রাফিকাল ছবি পোস্ট করে লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’ অনেকেই ধারণা করছেন, সে কারণেই এমন সিদ্ধান্ত কিনা।

বিনিয়োগ বাতিলের কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রথমত হচ্ছে যে আমাদের যেহেতু এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আমাদের কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। আমাদের কাছে শত-শত আবেদন করে বিনিয়োগের জন্য। সেখান থেকে আমরা ৩৬টি কোম্পানিকে বিনিয়োগ করেছি ১২০ কোটি টাকার মতো। আরও প্রায় ৫০টির মতো কোম্পানি বিনিয়োগের প্রক্রিয়াধীন আছে। কিন্তু আমাদের আসলে চুক্তি থাকে, আমরা সেখানে বিনিয়োগ করি বা না করি, আমরা তাদের ভেতরে যে তথ্য উপাত্ত বা তাদের সঙ্গে যে নেগোসিয়েশন হয়, এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না।’
তিনি আরও বলেন, সেই জায়গাতে আমাদের কিছু বিধি-নিষেধ আছে। কেন আমরা টেন মিনিট স্কুলের এই প্রস্তাবটি বাতিল করলাম, আমরা যদি ওদের কোনও নেগেটিভ বিষয় প্রকাশ করি, এটা তো অন্য বিনিয়োগকারীর কাছেও যাবে, অন্য বিনিয়োগকারীও আছে। কিংবা ভবিষ্যতে আরও যেতে পারে। তাহলে ‘কেন দিলাম না’— কারণটা যদি আমি প্রকাশ্যে বলি কিংবা প্রকাশ করি, এটা আসলে আমাদের নৈতিকভাবে এটা চুক্তির বরখেলাপে পড়ে যায়। সে কারণেই আমি বলবো যে, কেন বিনিয়োগ প্রস্তাব বাতিল করলাম, এই ব্যাখ্যা দেওয়ার কারণটা আমরা কোন বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা (প্রকাশ) করতে পারি না। আয়মান সাদিককে ইঙ্গিত করে তিনি বলেন, ‘দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।’

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সারাদেশে গ্রেফতার ১৩০৮

টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:৩৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

প্রযুক্তি ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) স্টার্টআপ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন সরকারি এই কোম্পানি ফেসবুক পেজে লিখেছে, ‘টেন মিনিট স্কুল-এর জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো।’
সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে বিষয়টি প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে জানতে চান সাংবাদিকরা। এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল, সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। সেটাই আমরা জানিয়েছি।’
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছিলেন আয়মান সাদিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোতে রক্ত— এমন একটি গ্রাফিকাল ছবি পোস্ট করে লেখেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’ অনেকেই ধারণা করছেন, সে কারণেই এমন সিদ্ধান্ত কিনা।

বিনিয়োগ বাতিলের কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রথমত হচ্ছে যে আমাদের যেহেতু এটা একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আমাদের কিছু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। আমাদের কাছে শত-শত আবেদন করে বিনিয়োগের জন্য। সেখান থেকে আমরা ৩৬টি কোম্পানিকে বিনিয়োগ করেছি ১২০ কোটি টাকার মতো। আরও প্রায় ৫০টির মতো কোম্পানি বিনিয়োগের প্রক্রিয়াধীন আছে। কিন্তু আমাদের আসলে চুক্তি থাকে, আমরা সেখানে বিনিয়োগ করি বা না করি, আমরা তাদের ভেতরে যে তথ্য উপাত্ত বা তাদের সঙ্গে যে নেগোসিয়েশন হয়, এটা আমরা কোথাও প্রকাশ করতে পারি না।’
তিনি আরও বলেন, সেই জায়গাতে আমাদের কিছু বিধি-নিষেধ আছে। কেন আমরা টেন মিনিট স্কুলের এই প্রস্তাবটি বাতিল করলাম, আমরা যদি ওদের কোনও নেগেটিভ বিষয় প্রকাশ করি, এটা তো অন্য বিনিয়োগকারীর কাছেও যাবে, অন্য বিনিয়োগকারীও আছে। কিংবা ভবিষ্যতে আরও যেতে পারে। তাহলে ‘কেন দিলাম না’— কারণটা যদি আমি প্রকাশ্যে বলি কিংবা প্রকাশ করি, এটা আসলে আমাদের নৈতিকভাবে এটা চুক্তির বরখেলাপে পড়ে যায়। সে কারণেই আমি বলবো যে, কেন বিনিয়োগ প্রস্তাব বাতিল করলাম, এই ব্যাখ্যা দেওয়ার কারণটা আমরা কোন বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা (প্রকাশ) করতে পারি না। আয়মান সাদিককে ইঙ্গিত করে তিনি বলেন, ‘দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।’