ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন রুট

  • আপডেট সময় : ০৬:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ক্রাইস্টচার্চ টেস্টে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ড। ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁঁছে গেছে ইংলিশরা। সবচেয়ে কম ওভারে একশ’র বেশি রানতাড়ায় টেস্ট জয়ের রেকর্ড এটি। দ্বিতীয় ইনিংসে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন জো রুট। ছোট এ ইনিংস খেলেই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার এখন রুট। টেস্ট ক্যারিয়ারের ৬০ বার চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে সর্বমোট ১ হাজার ৬২৫ রান করেছিলেন শচিন। এতদিন তিনিই ছিলেন টেস্টের শেষ ইনিংসে সর্বোচ্চ রানসংগ্রহকারী। শনিবার সেই রেকর্ড হাতছাড়া হয় শচিনের। ভারতের কিংবদন্তিকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করা রুটের রান ৪৯ বার চতুর্থ ইনিংসে ব্যাট করে ১ হাজার ৬৩০। ক্যারিয়ারের ১৫০তম টেস্ট খেলতে নেমে শচিনের রেকর্ড ভেঙেছেন রুট। এদিন ইংলিশ ডানহাতি ব্যাটার ৪৯তম চতুর্থ ইনিংস খেলেন। টেস্টের শেষ ইনিংসে দুটি সেঞ্চুরি ও ৮টি হাফসেঞ্চরি হাঁকানোর কৃতিত্বও রয়েছে রুটের। শচিনের রেকর্ড ভাঙার আগেই তারই স্বদেশি সাবেক তারকা অ্যালিস্টার কুক ও দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথকেও টপকে গেছেন রুট। ঔধমড়হবংি২৪ এড়ড়মষব ঘবংি ঈযধহহবষজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল। টেস্টের চতুর্থ ইনিংসে সাবেক দুই কিংবদন্তি ১ হাজার ৬১১ রান করে করেছিলেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন রুট

আপডেট সময় : ০৬:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: ক্রাইস্টচার্চ টেস্টে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ড। ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁঁছে গেছে ইংলিশরা। সবচেয়ে কম ওভারে একশ’র বেশি রানতাড়ায় টেস্ট জয়ের রেকর্ড এটি। দ্বিতীয় ইনিংসে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন জো রুট। ছোট এ ইনিংস খেলেই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার এখন রুট। টেস্ট ক্যারিয়ারের ৬০ বার চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে সর্বমোট ১ হাজার ৬২৫ রান করেছিলেন শচিন। এতদিন তিনিই ছিলেন টেস্টের শেষ ইনিংসে সর্বোচ্চ রানসংগ্রহকারী। শনিবার সেই রেকর্ড হাতছাড়া হয় শচিনের। ভারতের কিংবদন্তিকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করা রুটের রান ৪৯ বার চতুর্থ ইনিংসে ব্যাট করে ১ হাজার ৬৩০। ক্যারিয়ারের ১৫০তম টেস্ট খেলতে নেমে শচিনের রেকর্ড ভেঙেছেন রুট। এদিন ইংলিশ ডানহাতি ব্যাটার ৪৯তম চতুর্থ ইনিংস খেলেন। টেস্টের শেষ ইনিংসে দুটি সেঞ্চুরি ও ৮টি হাফসেঞ্চরি হাঁকানোর কৃতিত্বও রয়েছে রুটের। শচিনের রেকর্ড ভাঙার আগেই তারই স্বদেশি সাবেক তারকা অ্যালিস্টার কুক ও দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথকেও টপকে গেছেন রুট। ঔধমড়হবংি২৪ এড়ড়মষব ঘবংি ঈযধহহবষজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল। টেস্টের চতুর্থ ইনিংসে সাবেক দুই কিংবদন্তি ১ হাজার ৬১১ রান করে করেছিলেন।