নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি হয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল গতকাল বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১৭ সালের ৩০ জানুয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সভাপতি ও গোলাম মোরশেদকে সাধারণ সম্পাদক করে এ ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। তার আগেও টেনিস ফেডারেশনের দায়িত্ব সামলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানতে চাইলে নতুন দায়িত্ব পাওয়া খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আমি মাত্র চিঠি পেয়েছি। দায়িত্ব নেওয়ার পরে বলা যাবে কী কী করা সম্ভব। আগে দায়িত্বটা গ্রহণ করি।”