কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত থেকে ২৯ কেজির বেশি স্বর্ণালংকারসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বিজিবি। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গত শনিবার গভীররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন-উখিয়া উপজেলার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার সুইজা গ্রামের মীর আহম্মেদের ছেলে আনোয়ার সাদেক (২৮)। লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন বলেন, “উত্তর ফুলের ডেইল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা স্বর্ণের বড় একটি চালান এক ব্যক্তির বসতঘরে মজুদ করে রাখা খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। পরে বিজিবির সদস্যরা ঘরটি ঘিরে ফেললে দুইজন ব্যক্তি ছোট একটি ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। “পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি কলে ২৯ কেজি ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং নগদ ২৬ হাজার ১০ টাকা পাওয়া যায়।” উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা বলে বিজিবির এ কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, উদ্ধার করা স্বর্ণালংকার ও নগদ টাকা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখায় মজুদ রাখা হয়েছে। আর অভিযানের সময় আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে।