ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

টেকনাফে মিনিবাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

  • আপডেট সময় : ১১:৩৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার জেলার টেকনাফে মিনিবাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ২০ জন। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফ-কক্সবাজার হাইওয়ের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে নিহত মোটরসাইকেল চালক জকির আহমেদ (৪০) হ্নীলার ওয়াব্রাং এলাকার নাগু সওদাগরের ছেলে ও ইউনিয়ন নির্মাণ শ্রমিক দলের সভাপতি। আর চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন দুর্ঘটনাকবলিত মিনিবাসের হেলপার নুরুল আবছার (২৮)। তার বাড়িও হ্নীলা ইউনিয়নের লেদায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জায়েদ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। আর ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল চালক জকির আহমেদ।

ওসি আরো জানান, দুর্ঘটনায় খাদে পড়া বাসের অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে ছিলেন মিনিবাসের হেলপার নুরুল। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এসি/আপ্র/০১/১১/২০২৫

 

 

 

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

টেকনাফে মিনিবাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ১১:৩৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার জেলার টেকনাফে মিনিবাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ২০ জন। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফ-কক্সবাজার হাইওয়ের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে নিহত মোটরসাইকেল চালক জকির আহমেদ (৪০) হ্নীলার ওয়াব্রাং এলাকার নাগু সওদাগরের ছেলে ও ইউনিয়ন নির্মাণ শ্রমিক দলের সভাপতি। আর চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন দুর্ঘটনাকবলিত মিনিবাসের হেলপার নুরুল আবছার (২৮)। তার বাড়িও হ্নীলা ইউনিয়নের লেদায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জায়েদ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। আর ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল চালক জকির আহমেদ।

ওসি আরো জানান, দুর্ঘটনায় খাদে পড়া বাসের অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে ছিলেন মিনিবাসের হেলপার নুরুল। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এসি/আপ্র/০১/১১/২০২৫