বিনোদন ডেস্ক: প্রথমবারের মত বিলিওনেয়ার ক্লাবে প্রবেশ করেছেন য্ক্তুরাষ্ট্রে জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট। ফোর্বস ম্যাগজিনের হিসেবে, সুইফটের সম্পদের পরিমাণ এখন ১.১ বিলিয়ন ডলারের বেশি, যেখানে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যানের সম্পদের পরিমাণ ১ বিলিয়ন ডলার। অল্টম্যানও এবারই প্রথম ফোর্বসের করা বিলয়নেরারের তালিকায় স্থান পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ডসে’ টানা চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে ইতিহাস গড়েন সুইফট। আগামী ১৯ এপ্রিল ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ নামের নতুন অ্যালবাম প্রকাশ করবেন তিনি। ’ইরাস’ ট্যুরের মাধ্যমেও তিনি এ বছর বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন। ফের্বস বলছে, ২০২৪ সালে বিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ২ হাজার ৭৮২ জনে। এই সংখ্যা আগের বছরের তুলনায় ১৪১ জন বেশি। এ তালিকার শীর্ষে আছে ফরাসি ধনকুবের বের্নার্ড আর্নো ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ২৩৩ বিলিয়ন মার্কিন ডলার। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন টেসলা ও এক্স এর মালিক ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ১৯৫ মিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে রয়েছে অ্যামাজনের মালিক জেফ বেজোস। ফোর্বস বলছে, গত এক বছরে ধনীরা আরও ধনী হয়েছেন। বিশ্বের শীর্ষ ১০ ধনীর মধ্যে এবারে আট জনই যুক্তরাষ্ট্রের৷ তাদের মধ্যে ছয়জন প্রযুক্তি ব্যবসার সঙ্গে জড়িত।
জনপ্রিয় সংবাদ


























