প্রযুক্তি ডেস্ক : ইলন মাস্কের মালিকাধীন মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটার নিয়মকানুন ঢেলে সাজাতে অনেক পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে যৌনতা-সন্ত্রাস ছড়ানোর অভিযোগে টুইটার ভারতের ৫২১৪১টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। এই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতন, অসম্মতিমূলক নগ্নতা এবং সেই সংক্রান্ত বিষয়কে প্রচারের অভিযোগ আনা হয়েছে। সন্ত্রাসবাদ প্রচারের জন্য ১৯৮২টি অ্যাকাউন্টও বাতিল করেছে।
টুইটার বলেছে, তারা ভারতের ব্যবহারকারীদের কাছ থেকে একই সময়-ফ্রেমে তার গ্রিভান্স রিড্রেসাল মেকানিজম বা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে ১৫৭টি অভিযোগ পেয়েছে এবং সেই ইউআরএল-গুলোর মধ্যে ১২৯টির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
টুইটার আরও বলেছে, এছাড়া আমরা ৪৩টি অভিযোগ প্রসেস করেছি যেগুলো টুইটার অ্যাকাউন্ট সাসপেনশনের আবেদন করছিল। এগুলোর সব সমাধান করা হয়েছে এবং যথাযথ প্রতিক্রিয়া পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতির সুনির্দিষ্ট পর্যালোচনা করার পরে এই অ্যাকাউন্ট স্থগিতের কোনোটিই বাতিল করিনি । সমস্ত অ্যাকাউন্টই স্থগিত রয়ে গেছে। আমরা এই রিপোর্টিং সময়ের মধ্যে টুইটার অ্যাকাউন্ট সম্পর্কে সাধারণ প্রশ্ন সম্পর্কিত ১২টি অনুরোধ পেয়েছি।
গত মাসে, দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল বলেছিলেন যে, শিশু পর্নোগ্রাফির অভিযোগে টুইটার থেকে প্রাপ্ত উত্তরগুলো অসম্পূর্ণ ছিল এবং কমিশন তাতে সন্তুষ্ট নয় । মালিওয়াল ২০ সেপ্টেম্বর শিশুর নগ্নতা চিত্রিত করা টুইটের জন্য এবং মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মে নারী ও শিশুদের পর্নোগ্রাফি ও ধর্ষণের ভিডিও আপলোডের জন্য টুইটার ভারতের নীতি প্রধান এবং দিল্লি পুলিশকে তলব করেছিলেন ।
সরাসরি খোলাখুলিভাবে শিশুদের সঙ্গে জড়িত যৌন ক্রিয়াকলাপের ভিডিও এবং ছবি চিত্রিত করার ঘটনার বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে কমিশন বলেছে যে, বেশিরভাগ টুইটেই শিশুদের সম্পূর্ণ নগ্ন হিসেবে চিত্রিত করা হয়েছে এবং তাদের মধ্যে অনেক শিশু ও মহিলাদের নৃশংস ধর্ষণ এবং অন্যান্য অসম্মতিমূলক যৌন কার্যকলাপকে তুলে ধরেছে । সংস্থাটি বলেছে যে, তারা এমন কোনও কনটেন্ট মেনে নেবে না যেটি শিশু যৌন শোষণকে প্রচার করে। ইলন মাস্কও টুইটারে শিশু পর্নোগ্রাফির টুইটগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
টুইটার নিষিদ্ধ করল ভারতের ৫৪ হাজার অ্যাকাউন্ট
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ