ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

টুইটারে বিরুদ্ধে রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ রাহুলের

  • আপডেট সময় : ১০:৩৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ভারতীয় রাজনীতিবীদ রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট ‘লকড’ করা হয়েছে প্রায় এক সপ্তাহ আগে। এরপর টুইটার কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করেছে সর্বভারতীয় কংগ্রেস এবং একাধিক প্রদেশ কংগ্রেসের টুইটার হ্যান্ডল। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রাম-সহ সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্লাটফর্ম ব্যবহার করে প্রচার শুরু করেছেন কংগ্রেস নেতৃত্ব। টুইটারের উপর কেন্দ্রের শাসকদল বিজেপির চাপের অভিযোগও তুলেছেন তাঁরা। কংগ্রেসের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় রাজনীতিতে নাক গলাচ্ছে টুইটার। আর তার পেছনে বিজেপির মদত রয়েছে। ‘হ্যাশট্যাগ টুইটার বিজেপিসে ডর গ্যয়া’ প্রচারও শুরু হয়েছে।
গতকাল শুক্রবার রাহুল গান্ধী প্রথমবার টুইটার বিতর্কে একটি ভিডিও বিবৃতি দেন। তিনি বলেন, ‘আমার টুইটার বন্ধ করে ওরা (টুইটার) আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। একজন রাজনীতিবিদ হিসেবে আমি তা মেনে নিতে পারি না।’ সেই সঙ্গে রাহুল তাঁর বিতর্কিত পোস্ট সম্পর্কে বলেন, ‘যদি সহানুভূতি জানানো অপরাধ হয়, তবে আমি দোষী। যদি ধর্ষিতা ও নিহত বালিকার পরিবারের জন্য লড়াই করা অপরাধ হয়, তবে আমি দোষী।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

টুইটারে বিরুদ্ধে রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ রাহুলের

আপডেট সময় : ১০:৩৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১

প্রত্যাশা ডেস্ক : ভারতীয় রাজনীতিবীদ রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট ‘লকড’ করা হয়েছে প্রায় এক সপ্তাহ আগে। এরপর টুইটার কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করেছে সর্বভারতীয় কংগ্রেস এবং একাধিক প্রদেশ কংগ্রেসের টুইটার হ্যান্ডল। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রাম-সহ সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্লাটফর্ম ব্যবহার করে প্রচার শুরু করেছেন কংগ্রেস নেতৃত্ব। টুইটারের উপর কেন্দ্রের শাসকদল বিজেপির চাপের অভিযোগও তুলেছেন তাঁরা। কংগ্রেসের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় রাজনীতিতে নাক গলাচ্ছে টুইটার। আর তার পেছনে বিজেপির মদত রয়েছে। ‘হ্যাশট্যাগ টুইটার বিজেপিসে ডর গ্যয়া’ প্রচারও শুরু হয়েছে।
গতকাল শুক্রবার রাহুল গান্ধী প্রথমবার টুইটার বিতর্কে একটি ভিডিও বিবৃতি দেন। তিনি বলেন, ‘আমার টুইটার বন্ধ করে ওরা (টুইটার) আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। একজন রাজনীতিবিদ হিসেবে আমি তা মেনে নিতে পারি না।’ সেই সঙ্গে রাহুল তাঁর বিতর্কিত পোস্ট সম্পর্কে বলেন, ‘যদি সহানুভূতি জানানো অপরাধ হয়, তবে আমি দোষী। যদি ধর্ষিতা ও নিহত বালিকার পরিবারের জন্য লড়াই করা অপরাধ হয়, তবে আমি দোষী।’