ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

টুইটারকে টেক্কা দিতে এলো ব্লু স্কাই অ্যাপ

  • আপডেট সময় : ০৯:৪৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : বর্তমানে সবচেয়ে আলোচনায় থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার। ২০২২ সালের অক্টোবরে ইলন মাস্কের মালিকানায় যাওয়ার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছে না টুইটারের। একের পর এক দুঃসংবাদ দিয়ে যাচ্ছে ব্যবহারকারীদের। পেইড সাবস্ক্রিপশনের কারণে সম্প্রতি সেলিব্রেটিরা হারিয়েছেন তাদের ব্লু ব্যাজ।
এছাড়াও নানান কারণে ব্যবহারকারীরা বিরক্ত হয়ে উঠেছে টুইটারের উপর। এবার টুইটার ছাড়তে শুরু করেছেন অনেক সেলিব্রেটি ব্যবহারকারীরা। টুইটারের ভেরিফিকেশন এবং ব্লু টিক নিয়ে বিভ্রান্তির মধ্যে অনেক ব্যবহারকারী এর বিকল্প খুঁজছেন। টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি নিয়ে এলেন এবার সেই বিকল্প উপায়। কিছুদিন আগেই জ্যাক ব্লু স্কাই চালু করার ঘোষণা করেছিলেন। যদিও তিনি এর কাজ শুরু করেছিলেন ২০১৯ সালে। এখন জানা যাচ্ছে অনেক সেলিব্রিটিই ব্লু স্কাইতে তাদের অ্যাকাউন্ট তৈরি করছেন। ব্লু স্কাইয়ের কাজ করার পদ্ধতি টুইটারের মতোই। এমনকি এর লুক এবং ফিচারও টুইটারের মতোই। ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে টেক্সট এবং ছবি পোস্ট করতে পারবেন। ব্লু-স্কাইয়ের উদ্দেশ্য হলো এমন একটি ইন্টারফেস তৈরি করা, যার সাহায্যে ব্যবহারকারীরা তাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে এর সঙ্গে সংযুক্ত করতে সক্ষম হবেন। ব্লু স্কাইতে যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন, তাদের মধ্যে রয়েছেন আমেরিকান নেতা আলেকজান্দ্রিয়া ওকাজিও-কর্টেজ, লেখক-কমেডিয়ান ড্রিল টেইগেন।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টুইটারকে টেক্কা দিতে এলো ব্লু স্কাই অ্যাপ

আপডেট সময় : ০৯:৪৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

প্রযুক্তি ডেস্ক : বর্তমানে সবচেয়ে আলোচনায় থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার। ২০২২ সালের অক্টোবরে ইলন মাস্কের মালিকানায় যাওয়ার পর থেকে সমালোচনা পিছু ছাড়ছে না টুইটারের। একের পর এক দুঃসংবাদ দিয়ে যাচ্ছে ব্যবহারকারীদের। পেইড সাবস্ক্রিপশনের কারণে সম্প্রতি সেলিব্রেটিরা হারিয়েছেন তাদের ব্লু ব্যাজ।
এছাড়াও নানান কারণে ব্যবহারকারীরা বিরক্ত হয়ে উঠেছে টুইটারের উপর। এবার টুইটার ছাড়তে শুরু করেছেন অনেক সেলিব্রেটি ব্যবহারকারীরা। টুইটারের ভেরিফিকেশন এবং ব্লু টিক নিয়ে বিভ্রান্তির মধ্যে অনেক ব্যবহারকারী এর বিকল্প খুঁজছেন। টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি নিয়ে এলেন এবার সেই বিকল্প উপায়। কিছুদিন আগেই জ্যাক ব্লু স্কাই চালু করার ঘোষণা করেছিলেন। যদিও তিনি এর কাজ শুরু করেছিলেন ২০১৯ সালে। এখন জানা যাচ্ছে অনেক সেলিব্রিটিই ব্লু স্কাইতে তাদের অ্যাকাউন্ট তৈরি করছেন। ব্লু স্কাইয়ের কাজ করার পদ্ধতি টুইটারের মতোই। এমনকি এর লুক এবং ফিচারও টুইটারের মতোই। ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে টেক্সট এবং ছবি পোস্ট করতে পারবেন। ব্লু-স্কাইয়ের উদ্দেশ্য হলো এমন একটি ইন্টারফেস তৈরি করা, যার সাহায্যে ব্যবহারকারীরা তাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে এর সঙ্গে সংযুক্ত করতে সক্ষম হবেন। ব্লু স্কাইতে যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন, তাদের মধ্যে রয়েছেন আমেরিকান নেতা আলেকজান্দ্রিয়া ওকাজিও-কর্টেজ, লেখক-কমেডিয়ান ড্রিল টেইগেন।