ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

টুইঙ্কেলের কড়া হুঁশিয়ারি, প্রিয়াঙ্কা-অক্ষয় জুটির ভাঙন

  • আপডেট সময় : ০১:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডের সুপরিচিত নির্মাতা সুনীল দর্শন। বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে জানোয়ার এবং আন্দাজের মতো বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সম্প্রতি এই নির্মাতা দাবি করেছেন যে ২০০৫ সালে তাঁর প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘বারসাত’-এ ববি দেওল নয়, অক্ষয় কুমারকে নায়ক হিসেবে কাস্ট করা হয়েছিল। তবে স্ত্রী টুইঙ্কেল খান্নার আপত্তির কারণে ‘বারসাত’ থেকে বেরিয়ে গেছেন অক্ষয়। পরে ববি দেওলকে চুক্তিবদ্ধ করা হয় সিনেমাটিতে। বলিউড হাঙ্গামার সঙ্গে একটি সাক্ষাৎকারে সুনীল প্রকাশ করেছেন যে অক্ষয় শুটিং শুরুর ঠিক আগে ফিল্ম থেকে বেরিয়ে গিয়েছিলেন, কারণ টুইঙ্কেল অভিযোগ করেছেন যে তিনি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অক্ষয়ের কাজ আর দেখতে চান না। চলচ্চিত্র নির্মাতা বলেছেন যে অক্ষয় এবং প্রিয়াঙ্কা ‘বারসাত’ সিনেমার একটি গানের শুটও করেছিলেন। কিন্তু টুইঙ্কেলের আপত্তির কারণে অভিনেতা সিনেমাটি ত্যাগ করেন। ‘প্রিয়াঙ্কা বিশ্বভ্রমণে বেরিয়েছিল এবং যখন সে ফিরে আসে, তখন পরিস্থিতি বদলে যায়। আমি জানি না, এর মধ্যে কী হয়েছিল! তবে অক্ষয় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন। ’ এমনটাই জানালেন সুনীল। তাঁর মতে, অক্ষয় ‘বারসাত’ থেকে সরে যাওয়ার কারণ হিসেবে নিজের শিডিউল জটিলতার কথা জানিয়েছেন, তবে সুনীল দর্শন দাবি করেন যে টুইঙ্কেলের অভিযোগের কারণে অক্ষয় এমনটা করেন। ’ সেই সময় অক্ষয় ও প্রিয়াঙ্কাকে ঘিরে বেশ কিছু কানাঘুষো শোনা যাচ্ছিল। দুজনে একাধিক চলচ্চিত্রে কাজ করার সুবাদে একে অপরের ঘনিষ্ঠ হচ্ছিলেন, এমনটাই ভয় কাজ করেছে টুইঙ্কেলের মনে, এমনটাই মনে করেন সুনীল। অক্ষয় ও প্রিয়াঙ্কা একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। আন্দাজ, এইতরাজ, মুঝসে শাদি কারোগে এবং ওয়াক্ত-এর মতো সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছেন দুজন। তাঁদের জুটি খুব দর্শকপ্রিয় ছিল। অনেকেই প্রিয়াঙ্কার ক্যারিয়ারের উত্থানের পেছনে অক্ষয়ের ভূমিকার কথা বলেন। তবে ‘বারসাত’-এর সেই ঘটনার পর দুজনে আর কোনো সিনেমায় একসঙ্গে কাজ করেননি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টুইঙ্কেলের কড়া হুঁশিয়ারি, প্রিয়াঙ্কা-অক্ষয় জুটির ভাঙন

আপডেট সময় : ০১:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের সুপরিচিত নির্মাতা সুনীল দর্শন। বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে জানোয়ার এবং আন্দাজের মতো বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। সম্প্রতি এই নির্মাতা দাবি করেছেন যে ২০০৫ সালে তাঁর প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘বারসাত’-এ ববি দেওল নয়, অক্ষয় কুমারকে নায়ক হিসেবে কাস্ট করা হয়েছিল। তবে স্ত্রী টুইঙ্কেল খান্নার আপত্তির কারণে ‘বারসাত’ থেকে বেরিয়ে গেছেন অক্ষয়। পরে ববি দেওলকে চুক্তিবদ্ধ করা হয় সিনেমাটিতে। বলিউড হাঙ্গামার সঙ্গে একটি সাক্ষাৎকারে সুনীল প্রকাশ করেছেন যে অক্ষয় শুটিং শুরুর ঠিক আগে ফিল্ম থেকে বেরিয়ে গিয়েছিলেন, কারণ টুইঙ্কেল অভিযোগ করেছেন যে তিনি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অক্ষয়ের কাজ আর দেখতে চান না। চলচ্চিত্র নির্মাতা বলেছেন যে অক্ষয় এবং প্রিয়াঙ্কা ‘বারসাত’ সিনেমার একটি গানের শুটও করেছিলেন। কিন্তু টুইঙ্কেলের আপত্তির কারণে অভিনেতা সিনেমাটি ত্যাগ করেন। ‘প্রিয়াঙ্কা বিশ্বভ্রমণে বেরিয়েছিল এবং যখন সে ফিরে আসে, তখন পরিস্থিতি বদলে যায়। আমি জানি না, এর মধ্যে কী হয়েছিল! তবে অক্ষয় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন। ’ এমনটাই জানালেন সুনীল। তাঁর মতে, অক্ষয় ‘বারসাত’ থেকে সরে যাওয়ার কারণ হিসেবে নিজের শিডিউল জটিলতার কথা জানিয়েছেন, তবে সুনীল দর্শন দাবি করেন যে টুইঙ্কেলের অভিযোগের কারণে অক্ষয় এমনটা করেন। ’ সেই সময় অক্ষয় ও প্রিয়াঙ্কাকে ঘিরে বেশ কিছু কানাঘুষো শোনা যাচ্ছিল। দুজনে একাধিক চলচ্চিত্রে কাজ করার সুবাদে একে অপরের ঘনিষ্ঠ হচ্ছিলেন, এমনটাই ভয় কাজ করেছে টুইঙ্কেলের মনে, এমনটাই মনে করেন সুনীল। অক্ষয় ও প্রিয়াঙ্কা একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। আন্দাজ, এইতরাজ, মুঝসে শাদি কারোগে এবং ওয়াক্ত-এর মতো সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছেন দুজন। তাঁদের জুটি খুব দর্শকপ্রিয় ছিল। অনেকেই প্রিয়াঙ্কার ক্যারিয়ারের উত্থানের পেছনে অক্ষয়ের ভূমিকার কথা বলেন। তবে ‘বারসাত’-এর সেই ঘটনার পর দুজনে আর কোনো সিনেমায় একসঙ্গে কাজ করেননি।