ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে থাকছে ওমানও!

  • আপডেট সময় : ১১:৫১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • ১১৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারত থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ার সম্ভাবনা এবার জোড়ালো হয়েছে। সর্বশেষ আইসিসির বোর্ড মিটিং থেকে এমন তথ্যই পাওয়া গেছে। কেননা দেশটির করোনা পরিস্থিতিতে বৈশ্বিক টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরানোর পক্ষপাতী আইসিসি। এতদিন এই একটি ভেন্যু নিয়ে আলোচনা চললেও এবার ওমানকেও সহ আয়োজক হিসেবে সংক্ষিপ্ত তালিকায় রাখার পরিকল্পনা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার।
অবশ্য সব কিছু তখনই সম্ভব হবে, যখন নাকি বাস্তবেই অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টুর্নামেন্টটি ভারত থেকে সরে যাবে। তবে বিকল্প ভাবনাকে বাস্তবে রুপ দিতে আইসিসি যে কাজ শুরু করে দিয়েছে, তার প্রমাণ ভারতকে এরই মধ্যে সময় বেঁধে দিয়েছে সংস্থাটি। এই সময় চাওয়ার পেছনে আবার ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলীর অবদান। তার অনুরোধেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বলা হয়েছে, টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে তাদের কী পরিকল্পনা, সেটি জানাতে হবে ২৮ জুনের মধ্যে।
আইসিসি অবশ্য এই উপসংহারে পৌঁছেছে যে, এই পরিস্থিতিতে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতেই নিরাপদ। তবে আয়োজন স্বত্ব থাকবে বিসিসিআইয়ের হাতেই।
চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসতে পারে, এ ব্যাপারে একটা আগাম ধারনা দিয়েছে আইসিসি, ‘আয়োজক দেশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই মাসের শেষ দিকে। তবে টুর্নামেন্ট যেখানেই সরে যাক, বোর্ড নিশ্চিত করেছে এর আয়োজন স্বত্ব বিসিসিআইয়ের কাছেই থাকবে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে থাকছে ওমানও!

আপডেট সময় : ১১:৫১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : ভারত থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ার সম্ভাবনা এবার জোড়ালো হয়েছে। সর্বশেষ আইসিসির বোর্ড মিটিং থেকে এমন তথ্যই পাওয়া গেছে। কেননা দেশটির করোনা পরিস্থিতিতে বৈশ্বিক টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরানোর পক্ষপাতী আইসিসি। এতদিন এই একটি ভেন্যু নিয়ে আলোচনা চললেও এবার ওমানকেও সহ আয়োজক হিসেবে সংক্ষিপ্ত তালিকায় রাখার পরিকল্পনা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার।
অবশ্য সব কিছু তখনই সম্ভব হবে, যখন নাকি বাস্তবেই অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টুর্নামেন্টটি ভারত থেকে সরে যাবে। তবে বিকল্প ভাবনাকে বাস্তবে রুপ দিতে আইসিসি যে কাজ শুরু করে দিয়েছে, তার প্রমাণ ভারতকে এরই মধ্যে সময় বেঁধে দিয়েছে সংস্থাটি। এই সময় চাওয়ার পেছনে আবার ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলীর অবদান। তার অনুরোধেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বলা হয়েছে, টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে তাদের কী পরিকল্পনা, সেটি জানাতে হবে ২৮ জুনের মধ্যে।
আইসিসি অবশ্য এই উপসংহারে পৌঁছেছে যে, এই পরিস্থিতিতে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতেই নিরাপদ। তবে আয়োজন স্বত্ব থাকবে বিসিসিআইয়ের হাতেই।
চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসতে পারে, এ ব্যাপারে একটা আগাম ধারনা দিয়েছে আইসিসি, ‘আয়োজক দেশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই মাসের শেষ দিকে। তবে টুর্নামেন্ট যেখানেই সরে যাক, বোর্ড নিশ্চিত করেছে এর আয়োজন স্বত্ব বিসিসিআইয়ের কাছেই থাকবে।’