ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুখিয়ে আছি আমরা : মরগান

  • আপডেট সময় : ১১:২১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ১২৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল ২০১৬ সালে। সেই আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েটের এক অতিমানবীয় ইনিংসের কাছে হেরে গিয়েছিল ইংল্যান্ড। ৫ বছর পর এশিয়ার মাটিতেই বসছে আরেকটি বিশ্বকাপ আসর। এই আসরটির জন্য মুখিয়ে আছেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিশ দলপতি বলেছেন, ‘আমার মনে হয়, গত দুবছর ধরে আমরা যেভাবে খেলছি সেই ধারাবাহিকতা ধরে রাখাটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। টি-টোয়েন্টি ক্রিকেট, যেখানে ম্যাচের চরিত্র খুব তাড়তাড়ি বদলে যায়, আমরা সেটার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। আমাদের গ্রুপে শক্তিশালী সব দল রয়েছে, সেখানে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘আমাদের দলের গুরুত্বপূর্ণ দিক হলো, আমরা ক্রমাগত আরো ভালো করার চেষ্টা করে চলেছি। আমরা প্রতিটা ভুল থেকে শিক্ষাও নিচ্ছি। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুখিয়ে আছি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুখিয়ে আছি আমরা : মরগান

আপডেট সময় : ১১:২১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল ২০১৬ সালে। সেই আসরের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েটের এক অতিমানবীয় ইনিংসের কাছে হেরে গিয়েছিল ইংল্যান্ড। ৫ বছর পর এশিয়ার মাটিতেই বসছে আরেকটি বিশ্বকাপ আসর। এই আসরটির জন্য মুখিয়ে আছেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংলিশ দলপতি বলেছেন, ‘আমার মনে হয়, গত দুবছর ধরে আমরা যেভাবে খেলছি সেই ধারাবাহিকতা ধরে রাখাটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। টি-টোয়েন্টি ক্রিকেট, যেখানে ম্যাচের চরিত্র খুব তাড়তাড়ি বদলে যায়, আমরা সেটার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছি। আমাদের গ্রুপে শক্তিশালী সব দল রয়েছে, সেখানে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘আমাদের দলের গুরুত্বপূর্ণ দিক হলো, আমরা ক্রমাগত আরো ভালো করার চেষ্টা করে চলেছি। আমরা প্রতিটা ভুল থেকে শিক্ষাও নিচ্ছি। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুখিয়ে আছি।’