ক্রীড়া ডেস্ক : স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টির পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে দুই দল। তবে ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি শ্রীলঙ্কার। চেস্টার-লি-স্ট্রিটের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা। টসে হেরে প্রথমে ব্যাট করে ১৮৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। কুশল পেরেরা ৭৩ ও হারারাঙ্গা ৫৪ রান করেন। ১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৩৪.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। জু রুট ৭৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া জনি বেয়ারস্টো ৪৩ ও মঈন আলী ২৮ রান করেন। ১০ ওভারে ৫ মেডেনে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট নেওয়া ক্রিস ওয়াকস হয়েছেন ম্যাচসেরা। সিরিজ জিততে হলে বাকি দুই ম্যাচই জিততে হবে শ্রীলঙ্কাকে।