ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

টি-টোয়েন্টিতে ইংলিশদের কুপোকাত করে ভারতের ওয়ানডে দলে বরুণ

  • আপডেট সময় : ০৭:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছেন বরুণ চক্রবর্তী। সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিপক্ষকে কুপোকাত করার পুরস্কার হিসেবে এবার ওয়ানডে দলেও জায়গা ডাক পেলেন ডানহাতি এই স্পিনার। অর্থাৎ সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার ভারতের ওয়ানডে ক্রিকেটে অভিষেক হবে বরুণের। ৫০ ওভারের ফরম্যাটে তিনটি ম্যাচ খেলবে ভারত-ইংল্যান্ড। গেল রোববার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করে ভারত। এই সিরিজ ৪-১ ব্যবধানে জেতে সূর্যকুমার যাদবের দল। সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেন বরুণ। ডানহাতি এই স্পিনারের হাতেই একাধিক ম্যাচে বধ হয় ইংল্যান্ড।

প্রথমবার ভারতের ওয়ানডে দলে ডাক পাওয়া বরুণ মাত্র ২৩টি প্রথমশ্রেণির ম্যাচ খেলেছেন। এই মৌসুমে তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারি ট্রফিতে ৬ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হন। তাকে অন্তর্ভুক্ত করায় ভারতের স্পিন আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। আগে থেকেই দলে থাকা চার স্পিনার- কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে যুক্ত হবেন বরুণ। ইংল্যান্ডের বিপক্ষে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি নাগপুর, কটক এবং আহমেদাবাদে ৩টি ওয়ানডে খেলবে ভারত। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাই যাবে।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, আর্শদিপ সিং, যশস্বী জয়সওয়াল, রিষাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা (প্রথম দুই ওয়ানডে), জসপ্রিত বুমরাহ (তৃতীয় ওয়ানডে), বরুণ চক্রবর্তী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঢাকায় কাউন্টার থেকে চলবে ২১ কোম্পানির গোলাপী বাস

টি-টোয়েন্টিতে ইংলিশদের কুপোকাত করে ভারতের ওয়ানডে দলে বরুণ

আপডেট সময় : ০৭:৪৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছেন বরুণ চক্রবর্তী। সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিপক্ষকে কুপোকাত করার পুরস্কার হিসেবে এবার ওয়ানডে দলেও জায়গা ডাক পেলেন ডানহাতি এই স্পিনার। অর্থাৎ সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার ভারতের ওয়ানডে ক্রিকেটে অভিষেক হবে বরুণের। ৫০ ওভারের ফরম্যাটে তিনটি ম্যাচ খেলবে ভারত-ইংল্যান্ড। গেল রোববার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করে ভারত। এই সিরিজ ৪-১ ব্যবধানে জেতে সূর্যকুমার যাদবের দল। সিরিজে সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেন বরুণ। ডানহাতি এই স্পিনারের হাতেই একাধিক ম্যাচে বধ হয় ইংল্যান্ড।

প্রথমবার ভারতের ওয়ানডে দলে ডাক পাওয়া বরুণ মাত্র ২৩টি প্রথমশ্রেণির ম্যাচ খেলেছেন। এই মৌসুমে তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারি ট্রফিতে ৬ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হন। তাকে অন্তর্ভুক্ত করায় ভারতের স্পিন আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। আগে থেকেই দলে থাকা চার স্পিনার- কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে যুক্ত হবেন বরুণ। ইংল্যান্ডের বিপক্ষে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি নাগপুর, কটক এবং আহমেদাবাদে ৩টি ওয়ানডে খেলবে ভারত। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুবাই যাবে।

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, আর্শদিপ সিং, যশস্বী জয়সওয়াল, রিষাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, হার্ষিত রানা (প্রথম দুই ওয়ানডে), জসপ্রিত বুমরাহ (তৃতীয় ওয়ানডে), বরুণ চক্রবর্তী।