ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

টি-টোয়েন্টি স্কোয়াডে হঠাৎ নাহিদ রানা

  • আপডেট সময় : ০৬:৪২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে সিরিজ শেষে দলের সঙ্গে সেন্ট ভিনসেন্টে গিয়েছেন নাহিদ রানা। অনুশীলনও করেছেন টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুতে। সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে তাকে দলে যোগ করার খবর জানানো হলো আনুষ্ঠানিকভাবে। টেস্ট ও ওয়ানডের পর এবার বাংলাদেশ টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন তরুণ ফাস্ট বোলার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ স্কোয়াডে থাকছেন নাহিদ রানাও। তাকে নিয়ে স্কোয়াড হলো ১৬ জনের। বাংলাদেশের কোচ ফিল সিমন্স অবশ্য টেস্ট সিরিজের সময়ই বলেছিলেন, এই সফরে টি-টোয়েন্টিতেও নাহিদকে পরখ করে দেখতে চান তারা। ২২ বছর বয়সী ফাস্ট বোলারের ‘ওয়ার্কলোড’ সামলানোর ব্যাপারে সতর্কতার কথাও তিনি বলেছিলেন। নাহিদ এখনও পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছেন পাঁচটি। ২০২৩ বিপিএলে তিনটি ম্যাচ খেলেন তিনি খুলনা টাইগার্সের হয়ে। এই দলের হয়ে গত বিপিএলে খেলেন দুই ম্যাচ। ওভারপ্রতি ৯.৪৪ রান দিয়ে তার উইকেট মোট চারটি। সেন্ট ভিনসেন্টে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি স্কোয়াডে হঠাৎ নাহিদ রানা

আপডেট সময় : ০৬:৪২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে সিরিজ শেষে দলের সঙ্গে সেন্ট ভিনসেন্টে গিয়েছেন নাহিদ রানা। অনুশীলনও করেছেন টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুতে। সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে তাকে দলে যোগ করার খবর জানানো হলো আনুষ্ঠানিকভাবে। টেস্ট ও ওয়ানডের পর এবার বাংলাদেশ টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন তরুণ ফাস্ট বোলার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ স্কোয়াডে থাকছেন নাহিদ রানাও। তাকে নিয়ে স্কোয়াড হলো ১৬ জনের। বাংলাদেশের কোচ ফিল সিমন্স অবশ্য টেস্ট সিরিজের সময়ই বলেছিলেন, এই সফরে টি-টোয়েন্টিতেও নাহিদকে পরখ করে দেখতে চান তারা। ২২ বছর বয়সী ফাস্ট বোলারের ‘ওয়ার্কলোড’ সামলানোর ব্যাপারে সতর্কতার কথাও তিনি বলেছিলেন। নাহিদ এখনও পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছেন পাঁচটি। ২০২৩ বিপিএলে তিনটি ম্যাচ খেলেন তিনি খুলনা টাইগার্সের হয়ে। এই দলের হয়ে গত বিপিএলে খেলেন দুই ম্যাচ। ওভারপ্রতি ৯.৪৪ রান দিয়ে তার উইকেট মোট চারটি। সেন্ট ভিনসেন্টে সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা।