ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া প্রসঙ্গে মুখ খুললেন বাবর

  • আপডেট সময় : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ফর্মের ধারাবাহিক উত্থান-পতনের পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারে মুদ্রার অপর পিঠও দেখেছেন বাবর আজম। গত এক বছরে তার পাকিস্তানের টেস্ট এবং টি-টোয়েন্টি উভয় স্কোয়াড থেকেই বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। টেস্টে অবশ্য অফফর্মের কারণে ঘরের মাঠে সিরিজের মাঝপথে বাদ দেওয়া হয় সাবেক এই অধিনায়ককে। আর টি-টোয়েন্টিতে তার ব্যাটিং নিয়ে সমালোচনা আগে থেকেই ছিল, ফলে ঘোষণা দিয়েই তাকে পুরো সিরিজ থেকে ছেটে ফেলা হয়। বাবর-রিজওয়ানদের বাইরে রেখেই নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। যদিও একটি ম্যাচ ছাড়া আর কোনোটিতে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলটি পাত্তাই পায়নি। এরই মাঝে এই দুই সিনিয়র ক্রিকেটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এতদিন সংক্ষিপ্ত ফরম্যাটের দল থেকে বাদ পড়া নিয়ে নীরব থাকা বাবর মুখ খুললেন এবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের এই তারকা ব্যাটার বলেন, ‘আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কেবল নির্বাচক এবং কোচরাই বলতে পারবেন তারা কী ভাবছেন। আমার কাজ হচ্ছে পারফর্ম করা— হোক সেটা টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট। যতদিন আল্লাহ চান আমি খেলা চালিয়ে যেতে চাই।

এর আগে (বাদ দেওয়ার সময়) টি-টোয়েন্টি ফিক্সচার থেকে আমাকে বিশ্রাম দেওয়ার কথা জানানো হয়েছিল। দেখা যাক তারা কী সিদ্ধান্ত নেন।’ এই মুহূর্তে চলমান পিএসএলে পেশোয়ার জালমিকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের অধারাবাহিকতা নিয়ে তিনি বলেন, ‘আমরা একটি উইনিং কম্বিনেশন তৈরির চেষ্টা করছি এবং দুটি জয় পেয়েছি, কিন্তু আমাদের ধারাবাহিকতা প্রয়োজন। দলের ফিল্ডিং আশানুরূপ হচ্ছে না। পাশাপাশি গুরুত্বপূর্ণ মুহূর্তে দ্রুত উইকেট হারানো এবং ক্যাচ হাতছাড়া করা এড়াতে হবে। মানুষ আমাকে আরও লম্বা সময় ব্যাটিংয়ে দেখতে চায়। যা আমি সম্প্রতি করতে পারিনি, কিন্তু প্রতিটি ভুল থেকে শেখার চেষ্টা করছি।’

টি-টোয়েন্টিতে বাবরের স্ট্রাইকরেট নিয়েও সমালোচনা রয়েছে। এ নিয়ে সাবেক পাক অধিনায়কের দাবি– ‘আমার মনে হয় স্ট্রাইকরেট এবং আগ্রাসী মনোভাব নিয়ে অনেক বেশি কথা হয়। আমি দলের প্রয়োজন এবং ম্যাচের পরিস্থিতি অনুসারেই খেলি। আমার নিজেকে প্রমাণের প্রয়োজন নেই– সবাই জানে আমি কে। আমার মতো কেউই এতবার ব্যাটিং পজিশন বদলায়নি। আমি ৬ নম্বর থেকে ওপেনিং সব জায়গায় খেলেছি, টেস্ট–টি টোয়েন্টি দুটো ফরম্যাটেই। দলের জন্য যা প্রয়োজন তাই করেছি।’ তিন ফরম্যাটের বাবরের পছন্দ ওয়ানডে ক্রিকেট। একইসঙ্গে পিএসএলের এবং পাকিস্তানের হয়ে বড় অর্জনের তৃষ্ণা জানিয়ে বাবর বলেন, ‘ওয়ানডে আপনার ধৈর্য পরীক্ষা করে। বড় স্কোর সত্ত্বেও এই ফরম্যাটের মূল্য আছে। আমার কয়েকটি ইনিংস রয়েছে ওয়ানডেতে। এর বাইরে পিএসএল উচ্চ প্রতিযোগিতা, যেখানে পেস বোলাররা বিশ্বমানের এবং বিদেশি ক্রিকেটাররা সর্বোচ্চ পরিশ্রম দেওয়ার চেষ্টা করে। এর আগে আমি র‌্যাঙ্কিংয়ে নম্বর ওয়ান থাকাকালেও নিজেকে নিয়ে সন্তুষ্ট ছিলাম না। সবসময় পাকিস্তানের হয়ে আরও বড় কিছু পেতে চাই।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া প্রসঙ্গে মুখ খুললেন বাবর

আপডেট সময় : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: ফর্মের ধারাবাহিক উত্থান-পতনের পাশাপাশি আন্তর্জাতিক ক্যারিয়ারে মুদ্রার অপর পিঠও দেখেছেন বাবর আজম। গত এক বছরে তার পাকিস্তানের টেস্ট এবং টি-টোয়েন্টি উভয় স্কোয়াড থেকেই বাদ পড়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছে। টেস্টে অবশ্য অফফর্মের কারণে ঘরের মাঠে সিরিজের মাঝপথে বাদ দেওয়া হয় সাবেক এই অধিনায়ককে। আর টি-টোয়েন্টিতে তার ব্যাটিং নিয়ে সমালোচনা আগে থেকেই ছিল, ফলে ঘোষণা দিয়েই তাকে পুরো সিরিজ থেকে ছেটে ফেলা হয়। বাবর-রিজওয়ানদের বাইরে রেখেই নিউজিল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। যদিও একটি ম্যাচ ছাড়া আর কোনোটিতে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলটি পাত্তাই পায়নি। এরই মাঝে এই দুই সিনিয়র ক্রিকেটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এতদিন সংক্ষিপ্ত ফরম্যাটের দল থেকে বাদ পড়া নিয়ে নীরব থাকা বাবর মুখ খুললেন এবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের এই তারকা ব্যাটার বলেন, ‘আমার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কেবল নির্বাচক এবং কোচরাই বলতে পারবেন তারা কী ভাবছেন। আমার কাজ হচ্ছে পারফর্ম করা— হোক সেটা টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট। যতদিন আল্লাহ চান আমি খেলা চালিয়ে যেতে চাই।

এর আগে (বাদ দেওয়ার সময়) টি-টোয়েন্টি ফিক্সচার থেকে আমাকে বিশ্রাম দেওয়ার কথা জানানো হয়েছিল। দেখা যাক তারা কী সিদ্ধান্ত নেন।’ এই মুহূর্তে চলমান পিএসএলে পেশোয়ার জালমিকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের অধারাবাহিকতা নিয়ে তিনি বলেন, ‘আমরা একটি উইনিং কম্বিনেশন তৈরির চেষ্টা করছি এবং দুটি জয় পেয়েছি, কিন্তু আমাদের ধারাবাহিকতা প্রয়োজন। দলের ফিল্ডিং আশানুরূপ হচ্ছে না। পাশাপাশি গুরুত্বপূর্ণ মুহূর্তে দ্রুত উইকেট হারানো এবং ক্যাচ হাতছাড়া করা এড়াতে হবে। মানুষ আমাকে আরও লম্বা সময় ব্যাটিংয়ে দেখতে চায়। যা আমি সম্প্রতি করতে পারিনি, কিন্তু প্রতিটি ভুল থেকে শেখার চেষ্টা করছি।’

টি-টোয়েন্টিতে বাবরের স্ট্রাইকরেট নিয়েও সমালোচনা রয়েছে। এ নিয়ে সাবেক পাক অধিনায়কের দাবি– ‘আমার মনে হয় স্ট্রাইকরেট এবং আগ্রাসী মনোভাব নিয়ে অনেক বেশি কথা হয়। আমি দলের প্রয়োজন এবং ম্যাচের পরিস্থিতি অনুসারেই খেলি। আমার নিজেকে প্রমাণের প্রয়োজন নেই– সবাই জানে আমি কে। আমার মতো কেউই এতবার ব্যাটিং পজিশন বদলায়নি। আমি ৬ নম্বর থেকে ওপেনিং সব জায়গায় খেলেছি, টেস্ট–টি টোয়েন্টি দুটো ফরম্যাটেই। দলের জন্য যা প্রয়োজন তাই করেছি।’ তিন ফরম্যাটের বাবরের পছন্দ ওয়ানডে ক্রিকেট। একইসঙ্গে পিএসএলের এবং পাকিস্তানের হয়ে বড় অর্জনের তৃষ্ণা জানিয়ে বাবর বলেন, ‘ওয়ানডে আপনার ধৈর্য পরীক্ষা করে। বড় স্কোর সত্ত্বেও এই ফরম্যাটের মূল্য আছে। আমার কয়েকটি ইনিংস রয়েছে ওয়ানডেতে। এর বাইরে পিএসএল উচ্চ প্রতিযোগিতা, যেখানে পেস বোলাররা বিশ্বমানের এবং বিদেশি ক্রিকেটাররা সর্বোচ্চ পরিশ্রম দেওয়ার চেষ্টা করে। এর আগে আমি র‌্যাঙ্কিংয়ে নম্বর ওয়ান থাকাকালেও নিজেকে নিয়ে সন্তুষ্ট ছিলাম না। সবসময় পাকিস্তানের হয়ে আরও বড় কিছু পেতে চাই।’