ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

টিসিবির পণ্য বিক্রি বন্ধ, বিপাকে মানুষ

  • আপডেট সময় : ০৩:০১:১০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির মধ্যেই বন্ধ রয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। এতে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র মানুষ, বিশেষ করে যারা সাশ্রয়ী মূল্যের জন্য টিসিবির পণ্যের উপর ভরসা করতেন। গতকাল সোমবার যেসব স্থানে টিসিবির পণ্য বিক্রি হতো, সেখানে টিসিবির ট্রাকের জন্য অপেক্ষা করে ফিরে যেতে দেখা গেছে অনেককে। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলার সময় রামপুরা বাজার এলাকা এবং বাড্ডায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় প্রতিদিনই ট্রাকে করে বিক্রি চলে। তবে সোমবার সরেজমিনে রামপুরা ও বাড্ডা এলাকায় অনেককেই পণ্য কিনতে এসে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। রামপুরার উলুনের বাসিন্দা হারেজ মিয়া বলেন, কম দামে পাই বলে টিসিবির ট্রাকে পণ্য কিনি। কিন্তু কয়েকদিন থেকে আর আসছে না। কি হল জানিনা, ফিরে যাচ্ছি। কথা বলে জানা যায় তিনি টিসিবির বিক্রি বন্ধের বিষয়ে জানেন না। আবার কবে চালু হবে সে ধারণাও তার নেই। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শেষ হয়েছে। তবে টিসিবি সূত্রে জানা গেছে, বাজারের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ৬ অক্টোবর থেকে আবারও নতুন করে টিসিবির বিক্রি কার্যক্রম শুরু হতে পারে। বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত খাদ্য মন্ত্রণালয়ের হাতে। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ২০১৯ সালের আগে বছরে তিন থেকে চারবার টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলতো। এখন প্রতি মাসে করা হয়েছে। আগে মাসে দুই সপ্তাহ বিক্রি হতো, এখন ২২ থেকে ২৪ দিন করা হয়েছে। দেশজুড়ে টিসিবির চারশ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হয়। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০ এবং চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক পণ্য বিক্রি করে। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও টিসিবির ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিসিবির পণ্য বিক্রি বন্ধ, বিপাকে মানুষ

আপডেট সময় : ০৩:০১:১০ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক : দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির মধ্যেই বন্ধ রয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। এতে চরম দুর্ভোগে পড়েছেন দরিদ্র মানুষ, বিশেষ করে যারা সাশ্রয়ী মূল্যের জন্য টিসিবির পণ্যের উপর ভরসা করতেন। গতকাল সোমবার যেসব স্থানে টিসিবির পণ্য বিক্রি হতো, সেখানে টিসিবির ট্রাকের জন্য অপেক্ষা করে ফিরে যেতে দেখা গেছে অনেককে। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলার সময় রামপুরা বাজার এলাকা এবং বাড্ডায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় প্রতিদিনই ট্রাকে করে বিক্রি চলে। তবে সোমবার সরেজমিনে রামপুরা ও বাড্ডা এলাকায় অনেককেই পণ্য কিনতে এসে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। রামপুরার উলুনের বাসিন্দা হারেজ মিয়া বলেন, কম দামে পাই বলে টিসিবির ট্রাকে পণ্য কিনি। কিন্তু কয়েকদিন থেকে আর আসছে না। কি হল জানিনা, ফিরে যাচ্ছি। কথা বলে জানা যায় তিনি টিসিবির বিক্রি বন্ধের বিষয়ে জানেন না। আবার কবে চালু হবে সে ধারণাও তার নেই। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শেষ হয়েছে। তবে টিসিবি সূত্রে জানা গেছে, বাজারের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ৬ অক্টোবর থেকে আবারও নতুন করে টিসিবির বিক্রি কার্যক্রম শুরু হতে পারে। বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত খাদ্য মন্ত্রণালয়ের হাতে। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ২০১৯ সালের আগে বছরে তিন থেকে চারবার টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলতো। এখন প্রতি মাসে করা হয়েছে। আগে মাসে দুই সপ্তাহ বিক্রি হতো, এখন ২২ থেকে ২৪ দিন করা হয়েছে। দেশজুড়ে টিসিবির চারশ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হয়। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০ এবং চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক পণ্য বিক্রি করে। এছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও টিসিবির ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে।