ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

টিসিবির পণ্য গুদামজাত করে জমজমাট ব্যবসা, যুবক আটক

  • আপডেট সময় : ০১:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : ট্টগ্রামে টিসিবির পণ্য গুদামজাত করে অন্য জায়গায় বিক্রি করায় আব্দুল আজিজ সুমন (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার গোডাউনে অভিযান চালিয়ে টিসিবি লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়েছে।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
গত শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। সুমন র‌্যাবকে জানিয়েছেন, টিসিবির ডিলারের কাছ থেকে দীর্ঘদিন পণ্য সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করে আসছিলেন তিনি। আটক সুমন চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুর এলাকার সুলতান আহমেদের ছেলে। খোলা বাজারে যখন তেলের দাম ২০০ টাকা, চিনি ৯০ টাকা ও ডাল ১৪০ টাকা তখন নি¤œআয়ের মানুষের জন্য সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকায় খোলা বাজারে ভোক্তাদের মাঝে বিক্রির কথা। ‘কিন্তু তা না করে এসব পণ্য মজুদ করে টিসিবির মোড়ক পরিবর্তন করে নিয়মিত দামে এসব পণ্য বিক্রি করছিলেন সুমন। এসব পণ্য সুমন সংগ্রহ করতো টিসিবি’র ডিলার মো. বাবু (৩৫) এর মাধ্যমে।
সুমন জানিয়েছেন, বাবুর কাছ থেকে টিসিবির পণ্য সংগ্রহের পর সেগুলো গোডাউনে মজুদ রেখে টিসিবির লোগো সংবলিত সয়াবিন তেলের বোতল থেকে খালি বোতলে বোতলজাত করে এবং চিনি ও ডাল সাধারণ প্যাকেটে প্যাজেটজাত করে বিক্রয় করে আসছে।’ বলছিলেন র‌্যাব কর্মকর্তা নূরুল আবছার। তিনি বলেন, ‘নিজেদের ভাড়াকৃত গোডাউনে অবৈধভাবে মজুদ করে পরবর্তীতে কালোবাজারের মাধ্যমে অন্যান্য সাধারণ পণ্যের ন্যায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় করে অসহায় সাধারণ ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করে আসছে। যার ফলে সাধারণ ভোক্তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচ্ছেন না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক সুমনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টিসিবির পণ্য গুদামজাত করে জমজমাট ব্যবসা, যুবক আটক

আপডেট সময় : ০১:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি : ট্টগ্রামে টিসিবির পণ্য গুদামজাত করে অন্য জায়গায় বিক্রি করায় আব্দুল আজিজ সুমন (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার গোডাউনে অভিযান চালিয়ে টিসিবি লোগোযুক্ত ৩৯৮ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি মসুর ডাল এবং ২৫০ কেজি চিনি জব্দ করা হয়েছে।
গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
গত শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। সুমন র‌্যাবকে জানিয়েছেন, টিসিবির ডিলারের কাছ থেকে দীর্ঘদিন পণ্য সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করে আসছিলেন তিনি। আটক সুমন চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুর এলাকার সুলতান আহমেদের ছেলে। খোলা বাজারে যখন তেলের দাম ২০০ টাকা, চিনি ৯০ টাকা ও ডাল ১৪০ টাকা তখন নি¤œআয়ের মানুষের জন্য সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকায় খোলা বাজারে ভোক্তাদের মাঝে বিক্রির কথা। ‘কিন্তু তা না করে এসব পণ্য মজুদ করে টিসিবির মোড়ক পরিবর্তন করে নিয়মিত দামে এসব পণ্য বিক্রি করছিলেন সুমন। এসব পণ্য সুমন সংগ্রহ করতো টিসিবি’র ডিলার মো. বাবু (৩৫) এর মাধ্যমে।
সুমন জানিয়েছেন, বাবুর কাছ থেকে টিসিবির পণ্য সংগ্রহের পর সেগুলো গোডাউনে মজুদ রেখে টিসিবির লোগো সংবলিত সয়াবিন তেলের বোতল থেকে খালি বোতলে বোতলজাত করে এবং চিনি ও ডাল সাধারণ প্যাকেটে প্যাজেটজাত করে বিক্রয় করে আসছে।’ বলছিলেন র‌্যাব কর্মকর্তা নূরুল আবছার। তিনি বলেন, ‘নিজেদের ভাড়াকৃত গোডাউনে অবৈধভাবে মজুদ করে পরবর্তীতে কালোবাজারের মাধ্যমে অন্যান্য সাধারণ পণ্যের ন্যায় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় করে অসহায় সাধারণ ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করে আসছে। যার ফলে সাধারণ ভোক্তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচ্ছেন না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক সুমনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।’