ক্রীড়া ডেস্ক : আর্থিক দুরবস্থা কাটাতে লা লিগার টিভি স্বত্বের আরও ১৫ শতাংশ বিক্রি করল বার্সেলোনা। কাতালান দলটি এই নিয়ে মোট ২৫ শতাংশ টিভি স্বত্ব বিক্রি করল। আর তার পুরোটাই কিনল মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিক্সথ স্ট্রিট। আগামী ২৫ বছরের জন্য দলটির স্পেনের শীর্ষ লিগের এই পরিমাণ অংশের টিভি স্বত্ব বিক্রি করে দেওয়ার কথা শুক্রবার জানায় বার্সেলোনা। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এর মোট মূল্য ৩০ কোটি ইউরোরও বেশি। এর আগে গত ৩০ জুন ২০ কোটি ৭৫ লাখ ইউরোয় বার্সেলোনার লা লিগার টিভি স্বত্বের মোট আয়ের ১০ শতাংশ কিনে নেয় সিক্সথ স্ট্রিট। তাদের প্রথম দফার বিনিয়োগের পরই লিডস ইউনাইটেড থেকে রাফিনিয়া ও বায়ার্ন মিউনিখ থেকে রর্বেত লেভানদোভস্কিকে দলে টানে ক্লাবটি। বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সিক্সথ স্ট্রিটের।
বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে সাফল্যম-িত অধ্যায় ছিল ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত সময়। তখন ক্লাবটির সভাপতি ছিলেন হুয়ান লাপোর্তা। গত বছর ক্লাবের ভীষণ কঠিন সময়ে পুনরায় নির্বাচনে জিতে পুরোনো দায়িত্বে ফেরেন তিনি। ক্লাব প্রধান হিসেবে ফেরার পর লাপোর্তা জানান, ক্লাবের মোট ঋণের পরিমাণ ১৩৫ কোটি ইউরো। এর মধ্যে ব্যাংক ঋণের পরিমাণই ৬৭ কোটি ৩০ লাখ ইউরো। ঋণের বোঝা কমাতে নানা রকম পদক্ষেপ নিচ্ছে বার্সেলোনা। গত মার্চে যেমন জার্সি ও স্টেডিয়ামের স্পন্সরশিপের জন্য স্পাটিফাইয়ের সঙ্গে ২৮ কোটি ইউরোর চুক্তি করে ক্লাবটি।
টিভি স্বত্বের আরও ১৫ শতাংশ বিক্রি করল বার্সেলোনা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ