নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের সেই চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ওই ইউপি নির্বাচনের তফসিলও স্থগিত করেছে ইসি। গতকাল রোববার ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন মুজিবুল হক। তিনি বলেছিলেন, ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন। ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন। তাঁর এ বক্তব্য গণমাধ্যমে আসার পর তা তদন্ত করে ইসি। এতে মুজিবুল হক এ বক্তব্য দিয়েছেন বলে প্রমাণিত হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার মুজিবুল হক বলেন, ‘তোমার আঙুল, টিপ দেব আমি।’ এর আগে গত ২৮ মে এক নির্বাচনী সভায় তিনি প্রকাশ্যে বলেন, ‘বাটন টিপ দিতে কেন্দ্রে আমার লোক থাকেব।’ এ বক্তব্যের পর নির্বাচন কমিশন থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি জবাবও দিয়েছেন নোটিশের। এরপর ইসি জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বক্তব্যের সত্যতা যাচাই করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলে। এ ছাড়া স্থানীয় নির্বাচন কার্যালয়কেও তাদের পর্যবেক্ষণ তুলে ধরতে বলা হয়।
বক্তব্য দিচ্ছেন চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী
ইসি জানিয়েছে, মুজিবুল হকের এ বক্তব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি ও দ-বিধি অনুযায়ী অপরাধ। এ প্রেক্ষাপটে তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করার জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ইসি। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাম্বল ইউপির নির্বাচনী তফসিল স্থগিত করা হয়েছে।
‘টিপ মারতে চাওয়া’ মুজিবুলের বিরুদ্ধে মামলার নির্দেশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ