প্রযুক্তি ডেস্ক : সব বয়সের মানুষই টিকটক ব্যবহার করে যদিও টিন এজারদের মাঝে এর ব্যবহার বেশি। এজন্য টিন এজারদের জন্য আরও বেশি নিরাপত্তার ঘোষণা দিলো টিকটক। এরই ধারাবাহিকতায় টিন এজারদের জন্য নতুন সেফটি ফিচার এনেছে প্রতিষ্ঠানটি।
সংবাদ মাধ্যম উবারগিজমো জানায় টুইটার এটা ছাড়া আরও কিছু ফিচার আনতে যাচ্ছে যেগুলোকে প্রতিষ্ঠানটি হালকা মাত্রার কারফিউ হিসেবে অভিহিত করছে। তার মধ্যে রয়েছে যাদের বয়স ১৩-১৫ এর মধ্যে, তারা রাত ৯টার পর থেকে কোনও পুশ নোটিফিকেশন পাবে না। আবার যাদের বয়স ১৬-১৭ বছরের মধ্যে তারা রাত ১০টার পর থেকে কোনও পুশ নোটিফিকেশন পাবে না। এটা যদিও তাদের টিকটক ব্যবহার থেকে বিরত করবে না
তবে এই আইনটা অ্যাপটিকে কম বিরক্তিকর করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে টিকটকের গ্লোবাল মাইনর-সেফটি পলিসি’র প্রধান ট্র্যাসি এলিজাবেথ বলেন, আমরা বেশি গুরুত্ব দিচ্ছি টিন এজাররা যেনও আরো নিরাপদভাবে টিকটক ব্যবহার করতে পারে। আমাদের প্ল্যাটফর্মে নতুন কিছু তৈরি এবং শেয়ারের ক্ষেত্রে বয়সভিত্তিক অভিজ্ঞতাটা আরও যথাযথ হয়।
উল্লেখ্য, অ্যাপল ও গুগল ইতোমধ্যে কিছু প্যারেন্টাল কন্ট্রোল চালু করেছে। এগুলো আইওএস এবং অ্যান্ড্রয়েডে কাজ করছে।
























