রাজশাহী সংবাদদাতা : বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে আন্তঃনগর একতা এক্সপ্রেসের ২০০ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। তাদের থেকে মোট ৭৫ হাজার ৩২০ টাকা জরিমানা আদায় করা হয়। রোববার (৯ অক্টোবর) দিনগত রাতে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে এ অভিযান চালানো হয়। রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, ‘রোববার রাতে পুরো ট্রেন একবার চেকিং করে টিকিট বিহীন ২০০ যাত্রী পাওয়া যায়। জরিমানাসহ ভাড়া বাবদ তাদের থেকে মোট ৭৫ হাজার ৩২০ টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া ৮ অক্টোবর রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেসে অভিযানে ৭৭ যাত্রীকে ১৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।