ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

টিকা নিতে শিক্ষার্থীদের ভোগান্তি, সিভিল সার্জন বললেন মেনে নিতে হবে

  • আপডেট সময় : ০১:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • ১৪৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় করোনার টিকা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে টিকা নিতে এসে ভোগান্তির অভিযোগ করেন একাধিক শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা যায়, এইচএসসি পরীক্ষার্থীদের সুরক্ষায় সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় গত ১৬ নভেম্বর শুরু করা হয় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। টানা ৮ দিনের এ কার্যক্রমে আজ ৭ম দিনে জেলা শিল্পকলা একাডেমির কেন্দ্রে টিকা নিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার ১০টি কলেজ থেকে আসেন ১৯৮০ জন শিক্ষার্থী। প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টিকা নেবে ৭টি কলেজ এবং দ্বিতীয় শিফটে বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত টিকা নেবে ৩টি কলেজ। তবে দুপুর ২টা বাজলেও প্রথম শিফটের টিকা কার্যক্রম শেষ হয়নি।
নবীনগর উপজেলার নবীনগর মহিলা কলেজের ৩৬৭ শিক্ষার্থীকে টিকা দেওয়ার সময় ১২টা, তারা নৌকা দিয়ে কেন্দ্রে সকাল ১০টায় চলে আসেন। বেলা ২টা বাজলেও টিকা নিতে পারেননি বলে অভিযোগ করেছেন তারা। আশুগঞ্জ উপজেলার তিন্নি আনোয়ারা মহিলা কলেজের ৯১ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা ছিল প্রথম শিফটে। কিন্তু দ্বিতীয় শিফটের সময় পাড় হলেও সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়নি।
নবীনগর মহিলা কলেজের এইচএসসি পরিক্ষার্থী সিনথিয়া আক্তার জানান, নবীনগর উপজেলা থেকে সঠিক সময়ে টিকা নেওয়ার জন্য ২ ঘণ্টা আগে চলে আসি নৌকা দিয়ে। তবে এসে দেখি অনেক শিক্ষার্থীকে এখনো টিকা দেওয়া হয়নি। স্যারকে জিজ্ঞেস করলে স্যার বলেন, টিকা দেওয়া শুরু হতে নাকি প্রায় বিকাল হবে। তাছাড়া টিকা কেন্দ্রে বিশ্রামের কোনো জায়গা নাই। এমনটাই অভিযোগ করেন শাম্মী বেগম, জেসমিন জাহান সেতু, তানজিনা আক্তার, নিলা আক্তারসহ নবীনগর মহিলা কলেজ থেকে আসা একাধিক শিক্ষার্থী।
তেমনই অভিযোগ করেন আশুগঞ্জ তিন্নি আনোয়ারা মহিলা কলেজের শিক্ষার্থী ফারয়িা জাহান কেয়া। তিনিও এসেছেন টিকা দিতে। দুপুর ১ টা বাজে টিকা দেওয়ার কথা থাকলেও জেলা শিল্পকলা একাডেমির পাশে ঘুরাঘুরি করছেন প্রায় ৪০ মিনিট। তিনি অভিযোগ করে বলেন, সঠিক সময়ে টিকা শুরু হয়নি। সাথে নিজের ১ বছরের শিশু বাচ্চা নিয়ে আসতে হয়েছে। কারণ মা ছাড়াতো থাকতে পারে না বাচ্চা। ভেবেছি ঠিক সময়ে যদি টিকা দেওয়া শুরু হয়, তাহলে দ্রুত দিয়ে বাড়িতে ফিরতে পারবো। কিন্তু তা আর কপালে নাই।
সিভিল সার্জন মোহাম্মদ একরামুল্লাহ রাইজিংবিডিকে বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাটের কারণে টিকা কার্যক্রম কিছুক্ষণ বন্ধ ছিল। ২ ঘণ্টা বিদ্যুৎ নেই, তাই শিক্ষার্থীদের ভোগান্তি। শিক্ষার্থীদের এ সমস্যা মেনে নিতে হবে।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

টিকা নিতে শিক্ষার্থীদের ভোগান্তি, সিভিল সার্জন বললেন মেনে নিতে হবে

আপডেট সময় : ০১:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় করোনার টিকা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে টিকা নিতে এসে ভোগান্তির অভিযোগ করেন একাধিক শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা যায়, এইচএসসি পরীক্ষার্থীদের সুরক্ষায় সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় গত ১৬ নভেম্বর শুরু করা হয় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। টানা ৮ দিনের এ কার্যক্রমে আজ ৭ম দিনে জেলা শিল্পকলা একাডেমির কেন্দ্রে টিকা নিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার ১০টি কলেজ থেকে আসেন ১৯৮০ জন শিক্ষার্থী। প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টিকা নেবে ৭টি কলেজ এবং দ্বিতীয় শিফটে বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত টিকা নেবে ৩টি কলেজ। তবে দুপুর ২টা বাজলেও প্রথম শিফটের টিকা কার্যক্রম শেষ হয়নি।
নবীনগর উপজেলার নবীনগর মহিলা কলেজের ৩৬৭ শিক্ষার্থীকে টিকা দেওয়ার সময় ১২টা, তারা নৌকা দিয়ে কেন্দ্রে সকাল ১০টায় চলে আসেন। বেলা ২টা বাজলেও টিকা নিতে পারেননি বলে অভিযোগ করেছেন তারা। আশুগঞ্জ উপজেলার তিন্নি আনোয়ারা মহিলা কলেজের ৯১ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা ছিল প্রথম শিফটে। কিন্তু দ্বিতীয় শিফটের সময় পাড় হলেও সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়নি।
নবীনগর মহিলা কলেজের এইচএসসি পরিক্ষার্থী সিনথিয়া আক্তার জানান, নবীনগর উপজেলা থেকে সঠিক সময়ে টিকা নেওয়ার জন্য ২ ঘণ্টা আগে চলে আসি নৌকা দিয়ে। তবে এসে দেখি অনেক শিক্ষার্থীকে এখনো টিকা দেওয়া হয়নি। স্যারকে জিজ্ঞেস করলে স্যার বলেন, টিকা দেওয়া শুরু হতে নাকি প্রায় বিকাল হবে। তাছাড়া টিকা কেন্দ্রে বিশ্রামের কোনো জায়গা নাই। এমনটাই অভিযোগ করেন শাম্মী বেগম, জেসমিন জাহান সেতু, তানজিনা আক্তার, নিলা আক্তারসহ নবীনগর মহিলা কলেজ থেকে আসা একাধিক শিক্ষার্থী।
তেমনই অভিযোগ করেন আশুগঞ্জ তিন্নি আনোয়ারা মহিলা কলেজের শিক্ষার্থী ফারয়িা জাহান কেয়া। তিনিও এসেছেন টিকা দিতে। দুপুর ১ টা বাজে টিকা দেওয়ার কথা থাকলেও জেলা শিল্পকলা একাডেমির পাশে ঘুরাঘুরি করছেন প্রায় ৪০ মিনিট। তিনি অভিযোগ করে বলেন, সঠিক সময়ে টিকা শুরু হয়নি। সাথে নিজের ১ বছরের শিশু বাচ্চা নিয়ে আসতে হয়েছে। কারণ মা ছাড়াতো থাকতে পারে না বাচ্চা। ভেবেছি ঠিক সময়ে যদি টিকা দেওয়া শুরু হয়, তাহলে দ্রুত দিয়ে বাড়িতে ফিরতে পারবো। কিন্তু তা আর কপালে নাই।
সিভিল সার্জন মোহাম্মদ একরামুল্লাহ রাইজিংবিডিকে বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাটের কারণে টিকা কার্যক্রম কিছুক্ষণ বন্ধ ছিল। ২ ঘণ্টা বিদ্যুৎ নেই, তাই শিক্ষার্থীদের ভোগান্তি। শিক্ষার্থীদের এ সমস্যা মেনে নিতে হবে।’