প্রত্যাশা ডেস্ক : টিকায় সহযোগিতার মাধ্যমে রাশিয়া ও চীন আন্তরাষ্ট্র সম্পর্কের উন্নয়নে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে যাচ্ছে। আর বাংলাদেশসহ বিভিন্ন দেশে টিকা সরবরাহ নিয়ে মার্কিন সরকার সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে কূটনৈতিক মহলে হতাশা বিরাজ করছে।
৪৮টির বেশি দেশ টিকা পেতে যুক্তরাষ্ট্রের কাছে জরুরি আবেদন জানিয়েছে। বাইডেন প্রশাসন কীভাবে টিকা সরবরাহ করবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি।
মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো ডট কমের খবরে বলা হয়, রাশিয়া ও চীন টিকা সরবরাহে সক্রিয় হয়েছে। কূটনৈতিক সুবিধার বিনিময়ে এই দুটি দেশ বিভিন্ন দেশে টিকা সরবরাহ করছে।
পলিটিকোর প্রতিবেদন বলছে, রাশিয়া টিকা সরবরাহ করে দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায়। দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে মহামারি পরিস্থিতি এখন ভয়ংকর। যুক্তরাষ্ট্রের হাতে থাকা এক বিলিয়ন ডোজ টিকা বিভিন্ন দেশকে সহযোগিতা হিসেবে দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ রয়েছে। মার্কিন কূটনীতিকেরা জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। সিদ্ধান্তে পৌঁছাতে হোয়াইট হাউস,পররাষ্ট্র দপ্তর, জাতীয় নিরাপত্তা কাউন্সিল দিনের পর দিন বৈঠক করছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘গ্লোবাল কোভিড-১৯ রেসপন্স’–এর সমন্বয়ক গেইল স্মিথ কংগ্রেসের এক শুনানিতে বলেছেন, বিশ্বে প্রভাব সৃষ্টি করার জন্য যুক্তরাষ্ট্র টিকা দেবে না। তিনি বলেন, সবার আগে নিজেদের দেশে টিকা সরবরাহ নিশ্চিত করতে হবে। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে সংক্রমণ আগের তুলনায় কমেছে। আমেরিকার সাড়ে ১৫ কোটি লোককে টিকা দেওয়া হয়ে গেছে।
টিকা কূটনীতিতে পিছিয়ে যুক্তরাষ্ট্র
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ