ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

টিকায় সহায়তা চেয়ে জি-৭ জোটের কাছে সাবেক বিশ্বনেতাদের আহ্বান

  • আপডেট সময় : ১১:৪৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনা রোধে বৈশ্বিক টিকা কার্যক্রমে অর্থসহায়তা দিতে জি-৭-এর সদস্য ধনী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের ১০০ জন সাবেক নেতা। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাজ্যে অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনের প্রাক্কালে জোটের সদস্যদের প্রতি এ আহ্বান জানালেন সাবেক বিশ্বনেতারা। আগামী শুক্রবার জি-৭ সম্মেলন শুরু হচ্ছে।
জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের নেতাদের সঙ্গে মিলিত হবেন।
১০০ জন সাবেক বিশ্বনেতা জি-৭ জোট বরাবর চিঠি লিখে করোনার টিকার বৈশ্বিক কার্যক্রমে অর্থসহায়তার বিষয়ে তাঁদের আহ্বান জানান। চিঠিতে স্বাক্ষরকারী ব্যক্তিদের এ দলে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন প্রমুখ। আফ্রিকা অঞ্চলের ১৫ জন সাবেক নেতাও চিঠিতে সই করেছেন।
সাবেক বিশ্বনেতা বলেছেন, ২০২০ সালে বৈশ্বিক সহযোগিতা ব্যর্থ হয়েছে। কিন্তু ২০২১ সাল একটি নতুন যুগের সূচনা করতে পারে। চিঠিতে বলা হয়, করোনার টিকার বৈশ্বিক কার্যক্রমে অর্থসহায়তা কোনো দাতব্যকাজ নয়, বরং তা প্রতিটি দেশের কৌশলগত স্বার্থ।
গর্ডন ব্রাউন লিখেছেন, জি-৭-এর ক্ষেত্রে অর্থসহায়তা প্রদান দাতব্যকাজ নয়। এ সহায়তা আত্মসুরক্ষার জন্য। করোনার বিস্তার, মিউটেশন ও তা সবার জন্য হুমকি হিসেব ফিরে আসা বন্ধের জন্য এ সহায়তা। জি-৭ জোটসহ অন্য যে নেতাদের এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, তাঁদের অর্থসহায়তার বিষয়টি নিশ্চিত করা উচিত বলে চিঠিতে উল্লেখ করেছেন সাবেক বিশ্বনেতারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টিকায় সহায়তা চেয়ে জি-৭ জোটের কাছে সাবেক বিশ্বনেতাদের আহ্বান

আপডেট সময় : ১১:৪৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনা রোধে বৈশ্বিক টিকা কার্যক্রমে অর্থসহায়তা দিতে জি-৭-এর সদস্য ধনী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্বের ১০০ জন সাবেক নেতা। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাজ্যে অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনের প্রাক্কালে জোটের সদস্যদের প্রতি এ আহ্বান জানালেন সাবেক বিশ্বনেতারা। আগামী শুক্রবার জি-৭ সম্মেলন শুরু হচ্ছে।
জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপানের নেতাদের সঙ্গে মিলিত হবেন।
১০০ জন সাবেক বিশ্বনেতা জি-৭ জোট বরাবর চিঠি লিখে করোনার টিকার বৈশ্বিক কার্যক্রমে অর্থসহায়তার বিষয়ে তাঁদের আহ্বান জানান। চিঠিতে স্বাক্ষরকারী ব্যক্তিদের এ দলে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন প্রমুখ। আফ্রিকা অঞ্চলের ১৫ জন সাবেক নেতাও চিঠিতে সই করেছেন।
সাবেক বিশ্বনেতা বলেছেন, ২০২০ সালে বৈশ্বিক সহযোগিতা ব্যর্থ হয়েছে। কিন্তু ২০২১ সাল একটি নতুন যুগের সূচনা করতে পারে। চিঠিতে বলা হয়, করোনার টিকার বৈশ্বিক কার্যক্রমে অর্থসহায়তা কোনো দাতব্যকাজ নয়, বরং তা প্রতিটি দেশের কৌশলগত স্বার্থ।
গর্ডন ব্রাউন লিখেছেন, জি-৭-এর ক্ষেত্রে অর্থসহায়তা প্রদান দাতব্যকাজ নয়। এ সহায়তা আত্মসুরক্ষার জন্য। করোনার বিস্তার, মিউটেশন ও তা সবার জন্য হুমকি হিসেব ফিরে আসা বন্ধের জন্য এ সহায়তা। জি-৭ জোটসহ অন্য যে নেতাদের এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, তাঁদের অর্থসহায়তার বিষয়টি নিশ্চিত করা উচিত বলে চিঠিতে উল্লেখ করেছেন সাবেক বিশ্বনেতারা।