ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টিকাদান কর্মসূচি লেজেগোবরে

  • আপডেট সময় : ০১:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি : কোমলমতি শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচিতে গাজীপুরের কালিয়াকৈরে লেজেগোবরে অবস্থা বিরাজ করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা জানিয়েছেন তারা টিকাদান কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ। একসঙ্গে অতিরিক্ত শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত সঠিক নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে একসঙ্গে পাঁচ হাজার শিক্ষার্থীকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। একটি মাঠে এত শিক্ষার্থীকে একসঙ্গে টিকাদান কার্যক্রম পরিচালনা করতে গিয়ে লেজেগোবরে অবস্থা দেখা দিয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলা প্রশাসনের কোনো সহযোগিতা ছাড়াই টিকাদান কার্যক্রম পরিচালনা করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। এরকম পরিকল্পনা ছাড়া টিকাদান কার্যক্রম নিয়ে অভিভাবকরা শঙ্কিত। একটি মাঠে পাঁচ হাজার শিক্ষার্থী গাদাগাদি করে অবস্থান করায় একজনের করোনা পজেটিভ থাকলে অসংখ্য শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, আমরা পাঁচ হাজার শিক্ষার্থীকে একসঙ্গে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টিকাদান কর্মসূচি লেজেগোবরে

আপডেট সময় : ০১:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২

গাজীপুর প্রতিনিধি : কোমলমতি শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচিতে গাজীপুরের কালিয়াকৈরে লেজেগোবরে অবস্থা বিরাজ করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা জানিয়েছেন তারা টিকাদান কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ। একসঙ্গে অতিরিক্ত শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত সঠিক নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে একসঙ্গে পাঁচ হাজার শিক্ষার্থীকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। একটি মাঠে এত শিক্ষার্থীকে একসঙ্গে টিকাদান কার্যক্রম পরিচালনা করতে গিয়ে লেজেগোবরে অবস্থা দেখা দিয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলা প্রশাসনের কোনো সহযোগিতা ছাড়াই টিকাদান কার্যক্রম পরিচালনা করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। এরকম পরিকল্পনা ছাড়া টিকাদান কার্যক্রম নিয়ে অভিভাবকরা শঙ্কিত। একটি মাঠে পাঁচ হাজার শিক্ষার্থী গাদাগাদি করে অবস্থান করায় একজনের করোনা পজেটিভ থাকলে অসংখ্য শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, আমরা পাঁচ হাজার শিক্ষার্থীকে একসঙ্গে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।