ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

টিকাদানে বাংলাদেশ সফল: মার্কিন আন্ডার সেক্রেটারি

  • আপডেট সময় : ০২:১৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। তিনি বলেন, ‘টিকাদানে বাংলাদেশ সফলতা অর্জন করেছে।’ এ সময় প্রয়োজনে বাংলাদেশকে আরও টিকা দিয়ে সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
গতকাল সোমবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকও উপস্থিত ছিলেন। ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার বড় অংশ টিকাদান কর্মসূচির আওতায় এসেছে। টিকাদানে বাংলাদেশ সফলতা অর্জন করেছে এবং আরও উন্নতি করবে। বাংলাদেশের টিকা কর্মসূচির অগ্রগতি প্রশংসনীয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শন করে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘বাংলাদেশের এই কর্মসূচিতে শুরু থেকেই যুক্তরাষ্ট্র সহযোগিতা করে এসেছে। বিশাল জনগোষ্ঠী টিকার আওতায় নিয়ে আসা, বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ সবাইকে টিকার আওতায় আনা সহজ কাজ নয়। এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগামীতেও যুক্তরাষ্ট্র সহায়তা করবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতা অর্জনে তার ত্যাগকে স্বীকার করি

টিকাদানে বাংলাদেশ সফল: মার্কিন আন্ডার সেক্রেটারি

আপডেট সময় : ০২:১৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রমের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। তিনি বলেন, ‘টিকাদানে বাংলাদেশ সফলতা অর্জন করেছে।’ এ সময় প্রয়োজনে বাংলাদেশকে আরও টিকা দিয়ে সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
গতকাল সোমবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকও উপস্থিত ছিলেন। ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার বড় অংশ টিকাদান কর্মসূচির আওতায় এসেছে। টিকাদানে বাংলাদেশ সফলতা অর্জন করেছে এবং আরও উন্নতি করবে। বাংলাদেশের টিকা কর্মসূচির অগ্রগতি প্রশংসনীয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা কার্যক্রম পরিদর্শন করে ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘বাংলাদেশের এই কর্মসূচিতে শুরু থেকেই যুক্তরাষ্ট্র সহযোগিতা করে এসেছে। বিশাল জনগোষ্ঠী টিকার আওতায় নিয়ে আসা, বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ সবাইকে টিকার আওতায় আনা সহজ কাজ নয়। এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগামীতেও যুক্তরাষ্ট্র সহায়তা করবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম প্রমুখ।