প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক অ্যাপ পছন্দ করেন। কিন্তু তিনি চান না এটি চীনা মালিকানায় থাকুক। তাই এই জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ অবশ্যই আমেরিকার মালিকানায় চলে আসা উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।
রোববার (২৭ জুলাই) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে লাটনিক বলেন, প্রেসিডেন্ট টিকটক পছন্দ করেন। কারণ এটি তরুণদের সঙ্গে যোগাযোগের একটি ভালো মাধ্যম। কিন্তু সত্যি বলতে, আমরা চাই না চীনারা ১০০ মিলিয়ন আমেরিকান ফোনে এই অ্যাপ পরিচালনা করুক। এটা একদমই গ্রহণযোগ্য নয়। তিনি আরো যোগ করেন, এই অ্যাপ যদি আমেরিকান মালিকানায় আসে, আমেরিকার প্রযুক্তি ও অ্যালগরিদমে চলে আসে, তাহলে প্রেসিডেন্ট এটিকে ইতিবাচকভাবেই দেখবেন।
টিকটক বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১৭০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। এই অ্যাপকে কেন্দ্র করে অনেক দিন ধরেই নিরাপত্তা ও তথ্য গোপনীয়তা নিয়ে বিতর্ক চলছে। এর মালিকানায় পরিবর্তন আনার চেষ্টা চললেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। টিকটক শুধু বিনোদন নয়, এটি এখন রাজনৈতিক আলোচনার অংশ। ভবিষ্যতে এই অ্যাপ কীভাবে ব্যবহৃত হবে এবং কারা এর মালিক থাকবে – তা নির্ধারণ করে দিতে পারে আন্তর্জাতিক সম্পর্ক ও প্রযুক্তি নিরাপত্তার দিকনির্দেশনা।