ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

টিকটক, উইচ্যাট নিষিদ্ধের আদেশ প্রত্যাহার বাইডেনের

  • আপডেট সময় : ০২:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ১৭২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রে টিকটক এবং উইচ্যাট বন্ধ করতে চেয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু তার সে নির্দেশনা প্রত্যাহার করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এটি অবশ্য আগেই আদালতের নির্দেশনায় স্থগিত অবস্থায় ছিল। এবার পাকাপাকিভাবে নিষিদ্ধ হওয়ার হাত থেকে রেহাই পেল প্রতিষ্ঠান দুটি। তবে পুরোপুরি মুক্তি মেলেনি টিকটক ও উইচ্যাটের। প্রতিষ্ঠান দুটির ব্যাপারে তদন্ত অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে নতুন এক নির্দেশনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই নির্দেশনায় টিকটক ও উইচ্যাটের ব্যাপারে নিরাপত্তা রিভিউ করতে বলা হয়েছে।
এ ছাড়াও আন্তর্জাতিক লেনদেন বিষয়ে পৃথক সরকারি প্যানেলের পর্যালোচনার সম্মুখীন হবে টিকটক।
ট্রাম্প প্রথম দুটি নির্দেশনায় স্বাক্ষর করেন অগাস্টের ২০ তারিখ। ওই সময়ে বলা হয়েছিল, টিকটক চীন সরকারকে মার্কিন ব্যবহারকারীদের ডেটা দিয়ে দিচ্ছে। সমালোচকরা অবশ্য বলছেন ভিন্ন কথা। ওই নির্দেশনায় স্বাক্ষরের এক মাস আগে ট্রাম্পের টলসা র‌্যালি প- করে দিয়েছিল টিকটক ব্যবহারকারীরা। সমালোচকদের দাবি, সেটার রেশেই ট্রাম্পের চক্ষুশূলে পরিণত হয়েছিল টিকটক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

টিকটক, উইচ্যাট নিষিদ্ধের আদেশ প্রত্যাহার বাইডেনের

আপডেট সময় : ০২:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রে টিকটক এবং উইচ্যাট বন্ধ করতে চেয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু তার সে নির্দেশনা প্রত্যাহার করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এটি অবশ্য আগেই আদালতের নির্দেশনায় স্থগিত অবস্থায় ছিল। এবার পাকাপাকিভাবে নিষিদ্ধ হওয়ার হাত থেকে রেহাই পেল প্রতিষ্ঠান দুটি। তবে পুরোপুরি মুক্তি মেলেনি টিকটক ও উইচ্যাটের। প্রতিষ্ঠান দুটির ব্যাপারে তদন্ত অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে নতুন এক নির্দেশনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই নির্দেশনায় টিকটক ও উইচ্যাটের ব্যাপারে নিরাপত্তা রিভিউ করতে বলা হয়েছে।
এ ছাড়াও আন্তর্জাতিক লেনদেন বিষয়ে পৃথক সরকারি প্যানেলের পর্যালোচনার সম্মুখীন হবে টিকটক।
ট্রাম্প প্রথম দুটি নির্দেশনায় স্বাক্ষর করেন অগাস্টের ২০ তারিখ। ওই সময়ে বলা হয়েছিল, টিকটক চীন সরকারকে মার্কিন ব্যবহারকারীদের ডেটা দিয়ে দিচ্ছে। সমালোচকরা অবশ্য বলছেন ভিন্ন কথা। ওই নির্দেশনায় স্বাক্ষরের এক মাস আগে ট্রাম্পের টলসা র‌্যালি প- করে দিয়েছিল টিকটক ব্যবহারকারীরা। সমালোচকদের দাবি, সেটার রেশেই ট্রাম্পের চক্ষুশূলে পরিণত হয়েছিল টিকটক।