ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

টিকটকে ভয়েস মেসেজ ছবি ও ভিডিও পাঠানো যাবে

  • আপডেট সময় : ০৮:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: টিকটক এখন আর শুধু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সীমাবদ্ধ থাকতে চাইছে না। শিগগিরই অ্যাপটির ব্যবহারকারীরা সরাসরি মেসেজ বা গ্রুপ চ্যাটে ভয়েস নোট, ছবি ও ভিডিও পাঠাতে পারবেন।

টিকটকের মুখপাত্র বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ফিচার চালু হবে। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ভয়েস মেসেজিংয়ের জনপ্রিয়তা বাড়ায় টিকটকও এই ধারা অনুসরণ করছে তবে ভয়েস মেসেজ সর্বোচ্চ এক মিনিট পর্যন্ত পাঠানো যাবে। ছবি ও ভিডিওর ক্ষেত্রে একবারে সর্বোচ্চ নয়টি ছবি বা ভিডিও পাঠাতে পারবেন। নতুন চ্যাটিং ফিচারের সঙ্গে কিছু নিয়ন্ত্রণও থাকবে, যেমন কোনো ব্যবহারকারীকে প্রথম মেসেজেই সরাসরি ছবি বা ভিডিও পাঠানো যাবে না। এ ছাড়া টিকটকের আগের নিয়ম অনুযায়ী নিবন্ধিত এবং কমপক্ষে ১৬ বছর বয়সী ব্যবহারকারীরাই কেবল মেসেজিং ফিচার ব্যবহার করতে পারবেন। ১৮ বছরের বেশি ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা দেওয়া হয়েছে, তারা চাইলে ১৬ থেকে ১৮ বছর বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে চ্যাটিংয়ে নগ্ন ছবি থাকলে তা শনাক্ত করে ব্লক করার ফিচারটি চালু বা বন্ধ করতে পারবেন।

মেসেঞ্জার বা স্ন্যাপচ্যাটের মতো অন্যান্য মেসেজিং অ্যাপে ব্যবহারকারীরা আগেই ভয়েস নোট ও ছবি বা ভিডিও পাঠানোর সুযোগ পাচ্ছিলেন, তবে টিকটক ধীরে ধীরে এই প্রতিযোগিতার সঙ্গে তাল মেলাচ্ছে। গত বছর টিকটক ‘গ্রুপ চ্যাট’ ফিচার চালু করে যেখানে সর্বোচ্চ ৩২ জন পর্যন্ত অংশ নিতে পারে। এর পর, টিকটক এক্স ও মেটার ধাঁচে এপ্রিলে ‘ফুটনোট’ ফিচার চালু করেছে যা অনেকটা কমিউনিটি নোটসের মতো কাজ করে।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকটকে ভয়েস মেসেজ ছবি ও ভিডিও পাঠানো যাবে

আপডেট সময় : ০৮:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

প্রযুক্তি ডেস্ক: টিকটক এখন আর শুধু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে সীমাবদ্ধ থাকতে চাইছে না। শিগগিরই অ্যাপটির ব্যবহারকারীরা সরাসরি মেসেজ বা গ্রুপ চ্যাটে ভয়েস নোট, ছবি ও ভিডিও পাঠাতে পারবেন।

টিকটকের মুখপাত্র বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ফিচার চালু হবে। প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, ভয়েস মেসেজিংয়ের জনপ্রিয়তা বাড়ায় টিকটকও এই ধারা অনুসরণ করছে তবে ভয়েস মেসেজ সর্বোচ্চ এক মিনিট পর্যন্ত পাঠানো যাবে। ছবি ও ভিডিওর ক্ষেত্রে একবারে সর্বোচ্চ নয়টি ছবি বা ভিডিও পাঠাতে পারবেন। নতুন চ্যাটিং ফিচারের সঙ্গে কিছু নিয়ন্ত্রণও থাকবে, যেমন কোনো ব্যবহারকারীকে প্রথম মেসেজেই সরাসরি ছবি বা ভিডিও পাঠানো যাবে না। এ ছাড়া টিকটকের আগের নিয়ম অনুযায়ী নিবন্ধিত এবং কমপক্ষে ১৬ বছর বয়সী ব্যবহারকারীরাই কেবল মেসেজিং ফিচার ব্যবহার করতে পারবেন। ১৮ বছরের বেশি ব্যবহারকারীদের জন্য নতুন একটি সুবিধা দেওয়া হয়েছে, তারা চাইলে ১৬ থেকে ১৮ বছর বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে চ্যাটিংয়ে নগ্ন ছবি থাকলে তা শনাক্ত করে ব্লক করার ফিচারটি চালু বা বন্ধ করতে পারবেন।

মেসেঞ্জার বা স্ন্যাপচ্যাটের মতো অন্যান্য মেসেজিং অ্যাপে ব্যবহারকারীরা আগেই ভয়েস নোট ও ছবি বা ভিডিও পাঠানোর সুযোগ পাচ্ছিলেন, তবে টিকটক ধীরে ধীরে এই প্রতিযোগিতার সঙ্গে তাল মেলাচ্ছে। গত বছর টিকটক ‘গ্রুপ চ্যাট’ ফিচার চালু করে যেখানে সর্বোচ্চ ৩২ জন পর্যন্ত অংশ নিতে পারে। এর পর, টিকটক এক্স ও মেটার ধাঁচে এপ্রিলে ‘ফুটনোট’ ফিচার চালু করেছে যা অনেকটা কমিউনিটি নোটসের মতো কাজ করে।

আজকের প্রত্যাশা/কেএমএএ