ফেনী সংবাদদাতা : টিকটকের জন্য মোবাইলে ফাঁসির ভিডিও তৈরি করতে গিয়ে গলায় ফাঁস লেগে পল্লব দেবনাথ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মহাদেব বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ভিডিও রেকর্ড চালু অবস্থায় তার মোবাইল ফোন উদ্ধার করা হয়। ভিডিওতে দেখা যায় একাধিকবার ফাঁসির অভিনয়ের চেষ্টা করছিল সে। শেষবার ফ্যানের সঙ্গে গামছা বেধে ফাঁসির চেষ্টা করলে সত্যি সত্যি তার গলায় ফাঁস লেগে যায়। এসময় বাঁচার চেষ্টা করেও পল্লব গলা থেকে গামছা খুলতে ব্যর্থ হন। পরে দরজা ভেঙে পল্লবের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবার।