প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য সরকারী ডিভাইসে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েই চলেছে। এবার তালিকায় নতুন দুই সংযোজন হলো লুইজিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়া।
টিকটক অ্যাপ ব্যবহারে মার্কিন নাগরিকদের ট্র্যাক ও তাদের কনটেন্ট চীন সেন্সর করে দিতে পারে, এমন শঙ্কার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অন্তত ১৯টিতে এরইমধ্যে সরকারী ডিভাইসে বাইটড্যান্স মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির ব্যবহার নিষিদ্ধ রয়েছে। আর, এইসব নিষেধাজ্ঞার বেশিরভাগ এসেছে গত দুই সপ্তাহে। গত সপ্তাহে পুরো দেশেই অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্য। এটি বাস্তবায়িত হলে, দেশটি ভারতের দেখানো পথেই হাঁটবে, যেখানে এরইমধ্যে নিষিদ্ধ হয়েছে অ্যাপটি। আইফোন ও অন্যান্য অ্যাপল ডিভাইসে ফিল্টারিং ও সুরক্ষা নিয়ে কাজ করা সফটওয়্যার বিক্রেতা কোম্পানি জ্যাম্ফ হোল্ডিং কর্পোরেশন বলেছে, তাদের সরকারী গ্রাহকরা এই বছরের মাঝামাঝি সময় থেকেই টিকটকে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। কোম্পানিটি আরও বলেছে, বিভিন্ন স্কুল অঞ্চল ও অন্যান্য বেশ কয়েকটি সংস্থা’সহ জ্যাম্ফ-এর বৈশ্বিক গ্রাহকদের পরিচালিত ডিভাইসে টিকটকের সঙ্গে ৬৫ শতাংশ সংযোগই ব্লক করা হয়েছে। জুনে এই সংখ্যা ছিল ১০ শতাংশ।
গত সোমবার এক বিবৃতি প্রকাশ করে টিকটক বলছে, কোম্পানিটি হতাশ যে, রাজনৈতিক সমালোচনার মুখে ও অ্যাপটি সম্পর্কে ভিত্তিহীন মিথ্যায় কান দিয়ে এতগুলো অঙ্গরাজ্য এই নীতিমালা প্রয়োগ করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই নিষেধাজ্ঞাকে ‘অকারণ’ বলেছে তারা। লুইজিয়ানার সেক্রেটারি অফ স্টেট কাইল আরডুইন বলেছেন, তিনি নিজ সংস্থার অধীনস্থ সকল ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছেন। এর কারণ হিসেবে তিনি বলছেন নিরাপত্তা হুমকির কথা। তবে, বিদ্যমান কোনো সমস্যার কথা উল্লেখ করেননি তিনি। ওয়েস্ট ভার্জিনিয়াতেও একই ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অঙ্গরাজ্যটির নিরীক্ষক জেবি ম্যাককাসকি।
টিকটকে নিষেধাজ্ঞার ‘হিড়িক’ মার্কিন অঙ্গরাজ্যগুলোয়
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ