ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

টিকটকের মতো হবে না ইনস্টাগ্রাম

  • আপডেট সময় : ১১:০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : টিকটকের মতো ফিচার করার সিদ্ধান্ত থেকে সরে আসছে ইনস্টাগ্রাম। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, অনলাইন ব্যবহারকারী, ইনফ্লুয়েন্সার এবং সেলেব্রিটিদের কাছে থেকে নেতিবাচক সাড়া পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ফিচারে টিকটকের মতো ভিডিও কনটেন্ট বাড়ানো হয়েছে। এতে ছবি প্রদর্শনের পরিমাণ কমে যাওয়াতে ডিসপ্লে এবং ফিডের সমালোচনা করছেন ব্যবহারকারীরা। মেটা জানায় এই পরিবর্তনের জন্য তাদের কিছু সময় দরকার। যদিও প্রতিষ্ঠানটি ভেবেছিল ভিডিও কনটেন্ট বাড়ানোতে এর জনপ্রিয়তা অনেক বাড়বে।
এদিকে ডিজিটাল অ্যানালিটিকস প্রতিষ্ঠান সেনসর টাওয়ারের সূত্রে জানায়, সম্প্রতি বিশ্বব্যাপী টিকটক অ্যাপ ডাউনলোডের সংখ্যা তিন বিলিয়ন অতিক্রম করেছে। মেটার বহির্ভূত এটিই একমাত্র অ্যাপ যা এই সংখ্যা অতিক্রম করল। প্রতিষ্ঠানটি প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ইনস্টাগ্রামের এই পরীক্ষামূলক সংস্করণটি কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে। ইতোপূর্বে মোসেরি একটি ভিডিও পোস্ট করে ব্যাখ্যা করেন এই ফুল স্ক্রিন ভিডিও ফটোগ্রাফের চেয়ে বেশি কাজ করবে। কিন্তু সমালোচনা হওয়ার পরে তিনি বলেন, ছবির প্রতিই এখন বেশি মনোযোগী হবেন। মেটার একজন মুখপাত্র বিবিসিকে বলেন, কমিউনিটি ফিডব্যাক থেকে আমরা যেটা পেয়েছি তা হলো, ইনস্টাগ্রামে ফুল স্ক্রিনের এই পরীক্ষাটি আমরা আপাতত স্থগিত করছি যেন আমরা অন্য অপশনের দিকে যেতে পারি। আপাতত আমরা ফিডে রিকমেন্ডেশন কমিয়ে আনছি। তিনি আরও বলেন, পরে আমরা অনুধাবন করেছি যে বিষটার একটি সমন্বয় করা দরকার। আমরা বিশ্বাস করি যে ইনস্টাগ্রামকে পৃথিবী পরিবর্তনের সঙ্গে অংশীদার হতে হবে। সবকিছুকে ঠিক করার জন্য আমাদের সময় নেওয়া দরকার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

টিকটকের মতো হবে না ইনস্টাগ্রাম

আপডেট সময় : ১১:০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২

প্রযুক্তি ডেস্ক : টিকটকের মতো ফিচার করার সিদ্ধান্ত থেকে সরে আসছে ইনস্টাগ্রাম। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানায়, অনলাইন ব্যবহারকারী, ইনফ্লুয়েন্সার এবং সেলেব্রিটিদের কাছে থেকে নেতিবাচক সাড়া পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ফিচারে টিকটকের মতো ভিডিও কনটেন্ট বাড়ানো হয়েছে। এতে ছবি প্রদর্শনের পরিমাণ কমে যাওয়াতে ডিসপ্লে এবং ফিডের সমালোচনা করছেন ব্যবহারকারীরা। মেটা জানায় এই পরিবর্তনের জন্য তাদের কিছু সময় দরকার। যদিও প্রতিষ্ঠানটি ভেবেছিল ভিডিও কনটেন্ট বাড়ানোতে এর জনপ্রিয়তা অনেক বাড়বে।
এদিকে ডিজিটাল অ্যানালিটিকস প্রতিষ্ঠান সেনসর টাওয়ারের সূত্রে জানায়, সম্প্রতি বিশ্বব্যাপী টিকটক অ্যাপ ডাউনলোডের সংখ্যা তিন বিলিয়ন অতিক্রম করেছে। মেটার বহির্ভূত এটিই একমাত্র অ্যাপ যা এই সংখ্যা অতিক্রম করল। প্রতিষ্ঠানটি প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ইনস্টাগ্রামের এই পরীক্ষামূলক সংস্করণটি কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে। ইতোপূর্বে মোসেরি একটি ভিডিও পোস্ট করে ব্যাখ্যা করেন এই ফুল স্ক্রিন ভিডিও ফটোগ্রাফের চেয়ে বেশি কাজ করবে। কিন্তু সমালোচনা হওয়ার পরে তিনি বলেন, ছবির প্রতিই এখন বেশি মনোযোগী হবেন। মেটার একজন মুখপাত্র বিবিসিকে বলেন, কমিউনিটি ফিডব্যাক থেকে আমরা যেটা পেয়েছি তা হলো, ইনস্টাগ্রামে ফুল স্ক্রিনের এই পরীক্ষাটি আমরা আপাতত স্থগিত করছি যেন আমরা অন্য অপশনের দিকে যেতে পারি। আপাতত আমরা ফিডে রিকমেন্ডেশন কমিয়ে আনছি। তিনি আরও বলেন, পরে আমরা অনুধাবন করেছি যে বিষটার একটি সমন্বয় করা দরকার। আমরা বিশ্বাস করি যে ইনস্টাগ্রামকে পৃথিবী পরিবর্তনের সঙ্গে অংশীদার হতে হবে। সবকিছুকে ঠিক করার জন্য আমাদের সময় নেওয়া দরকার।