ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

টার্গেট অডিয়েন্স নিয়ে নতুন সিদ্ধান্ত ফেসবুকের

  • আপডেট সময় : ১২:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : বিজ্ঞাপন প্রচারে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করে নির্দিষ্ট ধরনের ব্যবহারকারীর কাছে পৌঁছানোর সুযোগ রয়েছে ফেসবুকে। এর মধ্যে কিছু স্পর্শকাতর ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আগামী বছর থেকে বিভিন্ন কি-ওয়ার্ড যেমন- স্বাস্থ্য, বর্ণ, জাতি, রাজনীতি, ধর্ম এবং লিঙ্গ এসব ক্যাটাগরি আর থাকবে না বিজ্ঞাপনের টার্গেট অডিয়েন্স তৈরিতে।
মূলত কয়েক বছর ধরে সমালোচনার কারণেই ফেসবুক এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম সিএনএন। একটি ব্লগপোস্টে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট গ্রাহাম মাড বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। যেখানে বিভিন্ন ক্যাটাগরি করে বিজ্ঞাপনকে সঠিক ব্যক্তির কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, পলিসি মেকার ও নাগরিক আইন বিশেষজ্ঞদের মন্তব্য থেকে জানা যায় বিষয়গুলোর অপব্যবহার হচ্ছে।
তবে যেগুলো স্পর্শকাতর বিষয় নয় যেমন- কেউ ফুটবল ভালোবাসেন অথবা আরও সাধারণ কিছু ক্যাটাগরি যেমন বয়স, লিঙ্গ, অবস্থান ইত্যাদি ক্যাটাগরিগুলো থাকবে। মাড জানান, পারসোনালাইজড বিজ্ঞাপনের অভিজ্ঞতাটি বেশ ভালো। আর বিজ্ঞাপনদাতাদের জন্য স্পর্শকাতর ক্যাটাগরিগুলো না রাখলেও অন্য কিছুর ব্যবস্থা থাকবে। যে ব্যবহারকারীরা তাদের পেজ বা ভিডিওর সঙ্গে যুক্ত ছিল তাদের এখানে যোগ করার সুযোগ থাকছে।
সিএনএন জানায়, আগামী বছরের ১৯ জানুয়ারি থেকে নতুন নিয়মটি বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার অ্যাপে কার্যকর হবে। মার্চ থেকে এই ক্যাটাগরিগুলো পুরোপুরি বাদ দেওয়া হবে। এ ছাড়া ব্যবহারকারীদের জেন্ডার কন্ট্রোল দেওয়া হবে যেন তারা নির্ধারণ করতে পারে— কী ধরনের বিজ্ঞাপন তারা দেখতে চান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

টার্গেট অডিয়েন্স নিয়ে নতুন সিদ্ধান্ত ফেসবুকের

আপডেট সময় : ১২:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

প্রযুক্তি ডেস্ক : বিজ্ঞাপন প্রচারে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করে নির্দিষ্ট ধরনের ব্যবহারকারীর কাছে পৌঁছানোর সুযোগ রয়েছে ফেসবুকে। এর মধ্যে কিছু স্পর্শকাতর ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আগামী বছর থেকে বিভিন্ন কি-ওয়ার্ড যেমন- স্বাস্থ্য, বর্ণ, জাতি, রাজনীতি, ধর্ম এবং লিঙ্গ এসব ক্যাটাগরি আর থাকবে না বিজ্ঞাপনের টার্গেট অডিয়েন্স তৈরিতে।
মূলত কয়েক বছর ধরে সমালোচনার কারণেই ফেসবুক এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম সিএনএন। একটি ব্লগপোস্টে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট গ্রাহাম মাড বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। যেখানে বিভিন্ন ক্যাটাগরি করে বিজ্ঞাপনকে সঠিক ব্যক্তির কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, পলিসি মেকার ও নাগরিক আইন বিশেষজ্ঞদের মন্তব্য থেকে জানা যায় বিষয়গুলোর অপব্যবহার হচ্ছে।
তবে যেগুলো স্পর্শকাতর বিষয় নয় যেমন- কেউ ফুটবল ভালোবাসেন অথবা আরও সাধারণ কিছু ক্যাটাগরি যেমন বয়স, লিঙ্গ, অবস্থান ইত্যাদি ক্যাটাগরিগুলো থাকবে। মাড জানান, পারসোনালাইজড বিজ্ঞাপনের অভিজ্ঞতাটি বেশ ভালো। আর বিজ্ঞাপনদাতাদের জন্য স্পর্শকাতর ক্যাটাগরিগুলো না রাখলেও অন্য কিছুর ব্যবস্থা থাকবে। যে ব্যবহারকারীরা তাদের পেজ বা ভিডিওর সঙ্গে যুক্ত ছিল তাদের এখানে যোগ করার সুযোগ থাকছে।
সিএনএন জানায়, আগামী বছরের ১৯ জানুয়ারি থেকে নতুন নিয়মটি বিশ্বব্যাপী ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার অ্যাপে কার্যকর হবে। মার্চ থেকে এই ক্যাটাগরিগুলো পুরোপুরি বাদ দেওয়া হবে। এ ছাড়া ব্যবহারকারীদের জেন্ডার কন্ট্রোল দেওয়া হবে যেন তারা নির্ধারণ করতে পারে— কী ধরনের বিজ্ঞাপন তারা দেখতে চান।