ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

টানা ৯ হারের পর অবশেষে জিতলো বাবর আজমের দল

  • আপডেট সময় : ১১:১৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : জয়ের স্বাদ কেমন তা যেন ভুলতেই বসেছিল বাবর আজমের করাচি কিংস। পাকিস্তান সুপার লিগের গত আসরের শেষ ম্যাচের পর, এবারের আসরে প্রথম আট ম্যাচ- একটিবারও জয়ের মুখ দেখেনি করাচি কিংস। তবে পরাজয়ের এ ধারা দশে উন্নীত হতে দেননি দলের বাঁহাতি পেসার মির হামজা। শুক্রবার রাতে চলতি আসরে নিজেদের নবম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাবরের দল। লাহোর কালান্দার্সের বিপক্ষে ২২ রানে জিতেছে করাচি। আগে ব্যাট করে তাদের সংগ্রহ ছিল ১৪৯ রান। জবাবে ৯ উইকেটে ১২৭ রানে থেমেছে শাহিন শাহ আফ্রিদির লাহোর। করাচিকে দেড়শ ছুঁইছুঁই সংগ্রহ এনে দেওয়ার পথে অধিনায়ক বাবর ৩২ বলে ৩৯, কাশিম আকরাম ১৮ বলে ২৬, রোহাইল নাজির ১২ বলে ১৮ ও লুইস গ্রেগরি খেলেন ১৬ বলে ২৭ রানের ইনিংস। শেষ দিকে প্রত্যাশামাফিক ব্যাটিং করতে পারেনি ব্যাটাররা। ফলে ১ বল আগেই অলআউট হয় তারা।
লাহোরের পক্ষে বল হাতে ৩.৫ ওভারে এক মেইডেনসহ মাত্র ১৬ রান খরচায় ৪ উইকেট নেন জামান খান। এছাড়া তারকা লেগস্পিনার রশিদ খান ১৭ রানে নেন ৪টি উইকেট। পরে রান তাড়া করতে নেমে মির হামজার তোপে পড়ে লাহোর। মোহাম্মদ হাফিজ (২৪ বলে ৩৩), হ্যারি ব্রুক (২১ বলে ২৬) ও ডেভিড উইসেরা (২৩ বলে ৩১) চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। লাহোরের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১২৭ রানে। মির হামজা ৪ ওভারে ২৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। তার এই বোলিং নৈপুণ্যেই মূলত টানা ৯ পরাজয়ের পর পিএসএলে অবশেষে জয়ের স্বাদ পেয়েছেন বাবর আজম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

টানা ৯ হারের পর অবশেষে জিতলো বাবর আজমের দল

আপডেট সময় : ১১:১৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : জয়ের স্বাদ কেমন তা যেন ভুলতেই বসেছিল বাবর আজমের করাচি কিংস। পাকিস্তান সুপার লিগের গত আসরের শেষ ম্যাচের পর, এবারের আসরে প্রথম আট ম্যাচ- একটিবারও জয়ের মুখ দেখেনি করাচি কিংস। তবে পরাজয়ের এ ধারা দশে উন্নীত হতে দেননি দলের বাঁহাতি পেসার মির হামজা। শুক্রবার রাতে চলতি আসরে নিজেদের নবম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাবরের দল। লাহোর কালান্দার্সের বিপক্ষে ২২ রানে জিতেছে করাচি। আগে ব্যাট করে তাদের সংগ্রহ ছিল ১৪৯ রান। জবাবে ৯ উইকেটে ১২৭ রানে থেমেছে শাহিন শাহ আফ্রিদির লাহোর। করাচিকে দেড়শ ছুঁইছুঁই সংগ্রহ এনে দেওয়ার পথে অধিনায়ক বাবর ৩২ বলে ৩৯, কাশিম আকরাম ১৮ বলে ২৬, রোহাইল নাজির ১২ বলে ১৮ ও লুইস গ্রেগরি খেলেন ১৬ বলে ২৭ রানের ইনিংস। শেষ দিকে প্রত্যাশামাফিক ব্যাটিং করতে পারেনি ব্যাটাররা। ফলে ১ বল আগেই অলআউট হয় তারা।
লাহোরের পক্ষে বল হাতে ৩.৫ ওভারে এক মেইডেনসহ মাত্র ১৬ রান খরচায় ৪ উইকেট নেন জামান খান। এছাড়া তারকা লেগস্পিনার রশিদ খান ১৭ রানে নেন ৪টি উইকেট। পরে রান তাড়া করতে নেমে মির হামজার তোপে পড়ে লাহোর। মোহাম্মদ হাফিজ (২৪ বলে ৩৩), হ্যারি ব্রুক (২১ বলে ২৬) ও ডেভিড উইসেরা (২৩ বলে ৩১) চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। লাহোরের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১২৭ রানে। মির হামজা ৪ ওভারে ২৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। তার এই বোলিং নৈপুণ্যেই মূলত টানা ৯ পরাজয়ের পর পিএসএলে অবশেষে জয়ের স্বাদ পেয়েছেন বাবর আজম।