ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

টানা বৃষ্টিতে বিপাকে খেটে খাওয়া মানুষ

  • আপডেট সময় : ০৭:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

টানা বৃষ্টির ফলে রাজধানী ঢাকায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকসহ দিন আনা-দিন খাওয়া মানুষদের।

শুক্রবার (১ আগস্ট) সরেজমিনে রাজধানীর মৌচাক, মালিবাগ, মগবাজার ওয়ারলেস মোড় ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে চলাচলে বিঘ্ন ঘটছে রিকশাচালকদের। ঝিরিঝিরি বৃষ্টিত ভিজে ভিজে যাত্রী টানছেন তারা। মৌচাক মোড়ে কথা হয় রিকশাচালক হোসেনের সঙ্গে। তিনি বলেন, সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। একটু কমে তো আবার বেড়ে যায়। ছুটির দিনে এমনিতেই যাত্রী কম, এরপর বৃষ্টির কারণে মানুষও কম বের হচ্ছে। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন পথচারীরাও। ছুটির দিনে কাজে বের হওয়া অনেকেই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। বাধ্য হয়ে অনেকেই ভিজে ভিজে কাজে বের হন।

ভ্যানচালক রুবেল বলেন, বর্ষাকালের বৃষ্টি লাগাতার হলেই আমদের কষ্ট বাড়ে। কোথাও জলাবদ্ধতা, আবার কোথাও যানজট। সবকিছু মিলিয়েই বাড়তি ভোগান্তিতে পড়তে হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়েই বৃষ্টি ঝরছে। শুক্রবার বিকেল থেকে বৃষ্টি কমতে পারে। শনিবার বৃষ্টি কিছুটা কমে আবার বৃদ্ধি সম্ভাবনা আছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে বিপাকে খেটে খাওয়া মানুষ

আপডেট সময় : ০৭:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকসহ দিন আনা-দিন খাওয়া মানুষদের।

শুক্রবার (১ আগস্ট) সরেজমিনে রাজধানীর মৌচাক, মালিবাগ, মগবাজার ওয়ারলেস মোড় ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে চলাচলে বিঘ্ন ঘটছে রিকশাচালকদের। ঝিরিঝিরি বৃষ্টিত ভিজে ভিজে যাত্রী টানছেন তারা। মৌচাক মোড়ে কথা হয় রিকশাচালক হোসেনের সঙ্গে। তিনি বলেন, সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। একটু কমে তো আবার বেড়ে যায়। ছুটির দিনে এমনিতেই যাত্রী কম, এরপর বৃষ্টির কারণে মানুষও কম বের হচ্ছে। বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন পথচারীরাও। ছুটির দিনে কাজে বের হওয়া অনেকেই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। বাধ্য হয়ে অনেকেই ভিজে ভিজে কাজে বের হন।

ভ্যানচালক রুবেল বলেন, বর্ষাকালের বৃষ্টি লাগাতার হলেই আমদের কষ্ট বাড়ে। কোথাও জলাবদ্ধতা, আবার কোথাও যানজট। সবকিছু মিলিয়েই বাড়তি ভোগান্তিতে পড়তে হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়েই বৃষ্টি ঝরছে। শুক্রবার বিকেল থেকে বৃষ্টি কমতে পারে। শনিবার বৃষ্টি কিছুটা কমে আবার বৃদ্ধি সম্ভাবনা আছে।