ক্রীড়া ডেস্ক: শুরুটা একটু নড়বড়ে। এরপর দারুণভাবে নিজেকে মেলে ধরলেন আরিনা সাবালেঙ্কা। নিজের খুব ভালো বন্ধু পাউলো বাদোসাকে সরাসরি সেটে উড়িয়ে টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন গত দুবারের জয়ী বেলারুশের তারকা। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় বৃহস্পতিবার নারী এককের সেমি-ফাইনালে প্রথম সেটে ২-০ গেমে পিছিয়ে পড়েন সাবালেঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৬-৪, ৬-২ গেমে ম্যাচ জিতে নেন র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়।
ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে ফাইনালে দ্বিতীয় বাছাই পোল্যান্ডের ইগা শিয়াওতেক অথবা যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসের মুখোমুখি হবেন তিনি। ১৯৯৯ সালে মার্টিনা হিঙ্গিসের পর প্রথম এবং সব মিলিয়ে সপ্তম নারী খেলোয়াড় হিসেবে টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হাতছানি তার সামনে। ২০২৩ সালের শুরু থেকে হার্ড-কোর্ট স্ল্যামে (অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন) ৩৪ ম্যাচের মধ্যে ৩৩টিই জিতলেন সাবালেঙ্কা। এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনে জিতলেন টানা ২০ ম্যাচ।