আন্তর্জাতিক ডেস্ক: এক সপ্তাহ ধরে টানা পতনের পর বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (২৯ অক্টোবর) মূল্যবান এই ধাতুটির দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিনের শুরুতে স্পট মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় প্রতি আউন্সে ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ২৮ দশমিক ০৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে।
এরআগে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সংকট নিরসনের আভাসে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) মূল্যবান এই ধাতুটির দাম প্রায় ২ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে আসে।
তারআগে গত সোমবার (২০ অক্টোবর) স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে একদিন পর থেকেই স্বর্ণের দাম কমতে থাকে।
গোল্ড প্রাইস ডট ওআরজির তথ্যানুসারে, সব মিলিয়ে গত এক সপ্তাহে সোনার দাম ৮ শতাংশের বেশি কমেছে। ২০১৩ সালের পর আর কোনো সপ্তাহে স্বর্ণের দাম এতটা কমেনি।
এদিকে বুধবার সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। এদিন ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্পট সিলভার ৪৮ দশমিক ৪৫ ডলারে বিক্রি হচ্ছে।
সূত্র: রয়টার্স
এসি/আপ্র/২৯/১০/২০২৫






















