ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

টাঙ্গাইলে কভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২

  • আপডেট সময় : ১১:২২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। গতকাল রোববার সকাল ৮টায় মহাসড়কের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান। নিহতরা হচ্ছেন, প্রাইভেট কারের চালক বরগুনা সদরের সোনাখালী গ্রামের আ. মান্নানের ছেলে মো. ইলিয়াস হোসেন (৩৫) ও সিরাজগঞ্জের মৃত নুর মোহাম্মদের ছেলে শাহ আলম (৪৫)। আহতরা হচ্ছেন, সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রাহ্মণবাড়ীয়ার মৃত দারুজ্জামান তালুকদারের ছেলে মো. আনিছুর রহমান (৫৫) ও সিরাজগঞ্জ সদরের আইএইচ সিরাজী রোডের মৃত মতিয়ার রহমানের ছেলে একেএম মাহফুজুর রহমান আল্লাল (৫৫)। হাইওয়ে পুলিশের সাজেদুল জানান, সকালে যাত্রী নিয়ে প্রাইভেট কারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথে আশেকপুর এলাকায় পৌঁছালে একটি কভার্ড ভ্যানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হয়। আহত হন তিন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাজেদুল আরও জানান, অজ্ঞাত কভার্ড ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

টাঙ্গাইলে কভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ২

আপডেট সময় : ১১:২২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় চালকসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। গতকাল রোববার সকাল ৮টায় মহাসড়কের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান। নিহতরা হচ্ছেন, প্রাইভেট কারের চালক বরগুনা সদরের সোনাখালী গ্রামের আ. মান্নানের ছেলে মো. ইলিয়াস হোসেন (৩৫) ও সিরাজগঞ্জের মৃত নুর মোহাম্মদের ছেলে শাহ আলম (৪৫)। আহতরা হচ্ছেন, সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রাহ্মণবাড়ীয়ার মৃত দারুজ্জামান তালুকদারের ছেলে মো. আনিছুর রহমান (৫৫) ও সিরাজগঞ্জ সদরের আইএইচ সিরাজী রোডের মৃত মতিয়ার রহমানের ছেলে একেএম মাহফুজুর রহমান আল্লাল (৫৫)। হাইওয়ে পুলিশের সাজেদুল জানান, সকালে যাত্রী নিয়ে প্রাইভেট কারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথে আশেকপুর এলাকায় পৌঁছালে একটি কভার্ড ভ্যানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক নিহত হয়। আহত হন তিন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাজেদুল আরও জানান, অজ্ঞাত কভার্ড ভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে।