ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : ১১:৩৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার (২ সেপ্টেম্ব) দুপুরে মির্জাপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন- মাগুরার মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল রশিদ শেখের ছেলে রবিউল ইসলাম (৩০) ও একই এলাকার ট্রাক চালক শাহিন আলম।

মঙ্গলবার রাতে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাধন সংবাদ সম্মেলন এসব এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিলেট থেকে বালু বোঝাই ৫ টন ট্রাকে করে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে গাজীপুর অতিক্রম করে টাঙ্গাইলের দিকে আসছে। পরে টাঙ্গাইলের মির্জাপুরে তল্লাশিচৌকি স্থাপন করা হয়। এসময় ট্রাকে তল্লাশিকালে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য ২০ লাখ দশ হাজার টাকা। পরে গাড়ির চালকসহ দুজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুরে একটি ট্রাকের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মির্জাপুর ও সদর থানায় মামলা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসি/আপ্র/০৩/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টাঙ্গাইলে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ৬ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার (২ সেপ্টেম্ব) দুপুরে মির্জাপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন- মাগুরার মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল রশিদ শেখের ছেলে রবিউল ইসলাম (৩০) ও একই এলাকার ট্রাক চালক শাহিন আলম।

মঙ্গলবার রাতে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাধন সংবাদ সম্মেলন এসব এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সিলেট থেকে বালু বোঝাই ৫ টন ট্রাকে করে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে গাজীপুর অতিক্রম করে টাঙ্গাইলের দিকে আসছে। পরে টাঙ্গাইলের মির্জাপুরে তল্লাশিচৌকি স্থাপন করা হয়। এসময় ট্রাকে তল্লাশিকালে ৬ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য ২০ লাখ দশ হাজার টাকা। পরে গাড়ির চালকসহ দুজনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্ষুদিরামপুরে একটি ট্রাকের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মির্জাপুর ও সদর থানায় মামলা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসি/আপ্র/০৩/০৯/২০২৫