ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৫

  • আপডেট সময় : ০১:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের হাতিয়া এলাকায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই বোনসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চট্টগ্রামের ইপিজেট এলাকার দক্ষিণ আলী শহর গ্রামের মোর্শেদ আলীর স্ত্রী ফরিদা আক্তার (৩৫), তার বড় বোন ফেরদোসী আক্তার (৪৫) ও তাদের বহনকৃত অ্যাম্বুলেন্সের চালক সাদ্দাম মিয়া। বাকি নিহত দুজন ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা আরও সাতজন আহত হয়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৫

আপডেট সময় : ০১:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের হাতিয়া এলাকায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই বোনসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চট্টগ্রামের ইপিজেট এলাকার দক্ষিণ আলী শহর গ্রামের মোর্শেদ আলীর স্ত্রী ফরিদা আক্তার (৩৫), তার বড় বোন ফেরদোসী আক্তার (৪৫) ও তাদের বহনকৃত অ্যাম্বুলেন্সের চালক সাদ্দাম মিয়া। বাকি নিহত দুজন ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা আরও সাতজন আহত হয়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।